বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২০: ১৬

শাহরুখ খান ও গৌরি খানকোলাজ
অভিনেতা শাহরুখ খানের অনুরাগীরা এই মাহেন্দ্রক্ষণের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করেছেন তিনি।
এটি তার ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জাওয়ান’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যুগ্মভাবে সেরা অভিনেতার সম্মাননা পেলেন তিনি।

শাহরুখ খান
ইনস্টাগ্রাম থেকে
গৌরী খানের প্রতিক্রিয়া
‘জাওয়ান’ সিনেমাটি পরিচালনা করেছেন অ্যাটলি এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রযোজনা করেছেন শাহরুখের স্ত্রী গৌরী খান। স্বামীর এমন অর্জনে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে গৌরী লিখেছেন, “কী অসাধারণ এক যাত্রা। জাতীয় পুরস্কার জয়ের জন্য অভিনন্দন। তুমিই যোগ্য…এটি তোমার বছরের পর বছর কঠোর পরিশ্রম ও নিবেদনের ফল। এখন আমি এই পুরস্কারের জন্য একটা বিশেষ মান্টল (শোকেস জাতীয়) ডিজাইন করছি।”