নিজস্ব প্রতিবেদক
ঢাকা
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১: ৪২

জিনিসপত্রের দাম নিয়ে মানুষের উদ্বেগ বাড়ছে।ফাইল ছবি
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) এক জরিপে দেখা গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ উদ্বিগ্ন। একই সঙ্গে, বিভিন্ন আর্থিক ও রাজনৈতিক কারণে প্রায় ৪৬ শতাংশ মানুষ ভবিষ্যৎ নিয়ে আশা হারিয়েছেন। গতকাল সোমবার রাতে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত ‘পরিবার পর্যায়ে মনস্তাত্ত্বিক অবস্থান’ শীর্ষক এক আলোচনায় এই জরিপের ফলাফল তুলে ধরা হয়।
গত মে মাসে দেশের ৮ হাজার ৬৭টি খানার মধ্যে এই জরিপটি পরিচালনা করা হয়েছিল। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান।
জরিপের মূল ফলাফল
জরিপে মানুষের উদ্বেগের নানা কারণ উঠে এসেছে:
- ৭০ শতাংশ মানুষ দ্রব্যমূল্য নিয়ে উদ্বিগ্ন।
- ৬৫ শতাংশ মানুষ সন্তানের শিক্ষা নিয়ে চিন্তিত।
- ৫৬ শতাংশ মানুষ মাদক এবং ৫৫ শতাংশ মানুষ কিশোর অপরাধ নিয়ে উদ্বিগ্ন।
হয়রানি ও ঘুষ
জরিপে প্রথমবারের মতো হয়রানির দিকটি তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়:
- হয়রানির শিকার ৭৪ শতাংশ মানুষ বলছেন, টাকা না দিলে কিছুই হয় না।
- সরকারি সেবা নিতে ৭১ শতাংশ মানুষ হয়রানির শিকার হন।
- স্বাস্থ্যসেবায় হয়রানির হার প্রায় ৪৯ শতাংশ।

সোমবার রাতে ভার্চ্যুয়াল মাধ্যমে পিপিআরসির জরিপের ফল প্রকাশ করা হয়।
পিপিআরসির সৌজন্যে
ভবিষ্যৎ আকাঙ্ক্ষা ও প্রত্যাশা
জরিপে মানুষের ব্যক্তিগত ও রাজনৈতিক আকাঙ্ক্ষার চিত্রও উঠে এসেছে:
- ৫৩ শতাংশ মানুষ সামাজিক সম্মান এবং অর্থনৈতিক ও স্বাস্থ্যসেবার উন্নতি চান।
- রাজনৈতিক আকাঙ্ক্ষার বিষয়ে ৫৬ শতাংশ মানুষ দুর্নীতি প্রতিরোধের কথা বলেছেন।
- নানা সংকট ও উদ্বেগের কারণে ৪৬ শতাংশ মানুষ ভবিষ্যৎ নিয়ে আশা হারালেও, ৫৪ শতাংশ মানুষ এখনো হাল ছেড়ে দিতে নারাজ।
সেমিনারে প্যানেল আলোচনায় অংশ নিয়ে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, “রাষ্ট্রকে কাঠামোগতভাবে অপ্রাতিষ্ঠানিক রূপ দিয়ে গোষ্ঠীতন্ত্র কায়েম করা হয়েছে। এখানে যারা সংগঠিত, তারা সুবিধা নিচ্ছে, কিন্তু জনগণ অসংগঠিত থাকায় তাদের ভাগ পাচ্ছে না।”