
খেলা ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০০: ৩০
পাকিস্তানের বিপক্ষে ভারত টি-টোয়েন্টি খেলেছে ১৩টি, জিতেছে ৯টিতেই। ৩টি হার, ১টি টাই। শ্রীলঙ্কার বিপক্ষে ভারত খেলেছে ৩২ ম্যাচ, জিতেছে ২১টি, হেরেছে ৯টি। ১টি করে টাই ও পরিত্যক্ত। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে আরও দুর্দান্ত ভারত, ১৭ ম্যাচ খেলে ১৬টিতেই জয়, ১টি হার। আফগানিস্তানের বিপক্ষে টিম ইন্ডিয়া ৯ ম্যাচ খেলে জিতেছে ৭টি, ১টি করে টাই ও পরিত্যক্ত।
এবার এশিয়া কাপটা হবে টি-টোয়েন্টি সংস্করণে এবং বোঝাই যাচ্ছে, এশিয়া কাপে বড় দলগুলোর বিপক্ষে টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে এখন এগিয়ে ভারত। তাহলে কি কোনো প্রতিপক্ষকে নিয়ে ভারতের দুশ্চিন্তার কারণ আছে? সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান মনে করেন—আছে।