
মোহাম্মদ উল্যা
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, জেদ্দা মহানগর বিএনপির সভাপতি ও সিআইপি কেফায়েত উল্যাহ চৌধুরী কিসমতের পক্ষ থেকে বসুরহাটে বিএনপি নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেছেন।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বসুরহাট পৌরসভার কেন্দ্রস্থল বসুরহাট বাজারের গুরুত্বপূর্ণ প্রতিটি পয়েন্টে এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এসময় শত শত লোক উপস্থিত ছিলেন।
৩১ দফা বাস্তবায়নের আহ্বান
বিতরণ করা লিফলেটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” কর্মসূচির বাস্তবায়নে জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা বলেন, তারেক রহমানের নির্দেশে জনগণকে সচেতন করার লক্ষ্যে এই লিফলেট বিতরণ কার্যক্রম চলমান থাকবে। মনোনয়ন প্রত্যাশী কেফায়েত উল্যাহ চৌধুরী কিসমতের পক্ষে এই প্রচারণা এলাকায় উৎসাহ সৃষ্টি করেছে।
