
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দবিতে জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে বিক্ষোভের আয়োজন করা হয়ছবি।
নিজস্ব প্রতিবেদক নোয়াখালী
নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে আজ রোববার জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটের জিরো পয়েন্টে সড়ক ব্লকেড ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নোয়াখালী বিভাগ বাস্তবায়ন পরিষদের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়। সড়ক ব্লকেডের কারণে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।
বক্তাদের হুঁশিয়ারি
সমাবেশে বক্তারা বলেন, “নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবি আমাদের প্রাণের দাবি। এই দাবির বাস্তবায়ন নিয়ে কোনো ধরনের ছলচাতুরি সহ্য করা হবে না।”
বক্তারা অভিযোগ করেন, “একটি মহল নোয়াখালীকে প্রস্তাবিত কুমিল্লা বিভাগের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র নোয়াখালীর মানুষ কখনো সফল হতে দেবে না।” তাঁরা বৃহত্তর নোয়াখালীর তিন জেলাকে নিয়ে আলাদা বিভাগ ঘোষণার দাবি জানান এবং অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।
কর্মসূচিতে অংশগ্রহণ
কর্মসূচি পালন উপলক্ষে আজ সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিসংবলিত ব্যানার-পোস্টার নিয়ে জিরো পয়েন্টে সমবেত হন।
সমাবেশ শেষে বিক্ষোভকারীরা কোম্পানীগঞ্জের সমাজসেবা কর্মকর্তা মাইন উদ্দিনের হাতে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি তুলে দেন।