
নিজস্ব প্রতিবেদক
আপডেট:২৬ আগস্ট ২০২৫, ১১:৩০
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। তবে দুঃসংবাদ হলো, চোটের কারণে এই স্কোয়াডে জায়গা হয়নি তারকা ফরোয়ার্ড নেইমারের। শুধু নেইমারই নন, ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তার ২৫ সদস্যের দলে রাখেননি ভিনিসিয়ুস ও রদ্রিগোকেও। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ওয়েস্ট হামের মিডফিল্ডার লুকাস পাকেতা।
নেইমারের দলে ফেরা নিয়ে আগে থেকেই শঙ্কা ছিল, যা সত্যি প্রমাণিত হয়েছে। গত বৃহস্পতিবার সান্তোসের অনুশীলনে ঊরুতে ব্যথা অনুভব করেন তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর মাংসপেশিতে চোট ধরা পড়ায় ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) বিষয়টি জানানো হয়।
আনচেলত্তি ব্রাজিল কোচের দায়িত্ব নেওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার নেইমার চোটের কারণে স্কোয়াডে জায়গা পেলেন না। এর আগে জুনের বাছাইপর্বের ম্যাচের সময়ও তিনি ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন।
নেইমারের চোট প্রসঙ্গে আনচেলত্তি বলেন, “গত সপ্তাহে নেইমার ছোটখাটো চোটে পড়ে। বাছাইপর্বের এই ম্যাচগুলো ভীষণ প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। তাই আমাদের সেরা অবস্থায় থাকা খেলোয়াড়ের প্রয়োজন, যারা সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে পারবে।”
আনচেলত্তি আরও জানান, পাকেতাকে তিনি আরও ভালোভাবে জানতে চান, তাই তাকে দলে ডাকা হয়েছে। গত জুলাইয়ে পাকেতার ওপর থেকে ম্যাচ পাতানোর অভিযোগ তুলে নেয় ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। এরপর এই প্রথম তিনি জাতীয় দলে ডাক পেলেন।
এদিকে, গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড দেখায় ভিনিসিয়ুস জুনিয়র চিলির বিপক্ষে ম্যাচে নিষিদ্ধ হন। বলিভিয়ার উচ্চতায় শুধু একটি ম্যাচ খেলানোর জন্য তাকে দলে রাখা যৌক্তিক মনে করেননি আনচেলত্তি। তবে শুধু ভিনিসিয়ুস নয়, তিনি রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়কেই দলে রাখেননি।
আনচেলত্তির দলে আরও সুযোগ পেয়েছেন ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে গোল করা চেলসির ফরোয়ার্ড হোয়াও পেদ্রো। চেলসির তরুণ উইঙ্গার এস্তেভাও এবং অভিজ্ঞ কাসেমিরোও এই স্কোয়াডে আছেন।
আগামী ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলির বিপক্ষে খেলবে ব্রাজিল। এরপর ১০ সেপ্টেম্বর বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে আনচেলত্তির দল।