
নিজেদের বাগ বাউন্টি কর্মসূচিতে পুরস্কারের পরিমাণ বাড়িয়েছে অ্যাপলছবি: রয়টার্স।
প্রযুক্তি ডেস্ক।
ব্যবহারকারীদের সাইবার নিরাপত্তা আরও জোরদার করতে অ্যাপল নিজেদের বাগ বাউন্টি কর্মসূচিতে পুরস্কারের পরিমাণ বাড়িয়েছে।
নতুন এ পরিবর্তনের ফলে নিজেদের বিভিন্ন পণ্য ও প্রযুক্তিতে ‘জিরো-ক্লিক’ নামে পরিচিত সাইবার হামলা চালানোর উপযোগী কোনো ত্রুটি শনাক্ত করলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ২০ লাখ ডলার পর্যন্ত পুরস্কার দেবে অ্যাপল। তবে ত্রুটির গুরুত্ব বেশি হলে প্রয়োজনে আরও বেশি অর্থ পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে অ্যাপল।
২০২০ সালে এই কর্মসূচি চালুর পর থেকে এখন পর্যন্ত অ্যাপল ৮০০ নিরাপত্তাগবেষককে বিভিন্ন অর্থমূল্যের মোট ৩ কোটি ৫০ লাখ ডলার পুরস্কার দিয়েছে। এত দিন এ কর্মসূচির আওতায় সর্বোচ্চ ৫ লাখ ডলার পুরস্কার দেওয়া হতো।