তৃতীয় ওয়ানডেতে ২ উইকেটে জয় কিউইদের, ১৯৮৪ সালের পর দ্বিতীয়বার ধবলধোলাই

ওয়ানডে সিরিজ জয়ের পর নিউজিল্যান্ড দল।ছবি
খেলা ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে শেষ ম্যাচেও হারল ইংল্যান্ড। ওয়েলিংটনে আজ আগে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড ২২৩ রানের লক্ষ্য দিয়ে ম্যাচ জমিয়ে তুললেও শেষ পর্যন্ত দুই কিউই পেসার জাকারি ফোকস ও ব্লেয়ার টিকনারের ব্যাটে ২ উইকেটের জয় তুলে নেয় নিউজিল্যান্ড। এই জয়ে নিউজিল্যান্ড ইংল্যান্ডকে ধবলধোলাই (৩–০) করল। ১৯৮৪ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার ইংল্যান্ডকে ধবলধোলাই করল কিউইরা।
ইংল্যান্ডের বিব্রতকর রেকর্ড
এই সিরিজে তিন ম্যাচ মিলিয়ে ইংল্যান্ড ক্রিকেট দল একটি বিব্রতকর রেকর্ড গড়েছে। তাদের প্রথম চার ব্যাটসম্যান মিলে এই সিরিজে করেছেন মাত্র ৮৪ রান। এটি পুরুষদের ওয়ানডে সিরিজে বা টুর্নামেন্টে (যেখানে অন্তত তিনটি ইনিংসে ব্যাটিং করেছে) কোনো দলের প্রথম চার ব্যাটসম্যানের সর্বনিম্ন রানের রেকর্ড। এর আগের রেকর্ডটি ছিল ১৯৮৮ এশিয়া কাপে, বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যান মিলে করেছিলেন ৮৯ রান।
বোলারদের জন্য সহায়ক উইকেটে আজও মুখ থুবড়ে পড়েছে ইংল্যান্ডের টপ অর্ডার। এক পর্যায়ে তাদের স্কোর ছিল ৫ উইকেটে ৪৪ রান।

ম্যাচ শেষে নিউজিল্যান্ড জিতল ২ উইকেটে।ছবি
ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ
টসে হেরে আগে ব্যাটিংয়ে ইংল্যান্ড আজও ৫০ ওভার খেলতে পারেনি, অলআউট হয় ৪০.২ ওভারে ২২২ রানে। দলের পক্ষে বোলিং অলরাউন্ডার জেমি ওভারটন ৬২ বলে ৬৮ রান করেন। তিনি তিন ম্যাচের সিরিজে মোট ১৫৬ রান করেন।
তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ভালো শুরু পেলেও দুটি দুর্ভাগ্যজনক রানআউট (ডেভন কনওয়ে ও টম ল্যাথাম) এবং ওভারটন-স্যাম কারেনের দারুণ বোলিংয়ে একসময় তারা চাপে পড়ে। নিউজিল্যান্ডের ১৯৬ রানে ৮ উইকেট তুলে নিয়েছিল ইংল্যান্ড। তবে নবম উইকেটে দুই পেসার ফোকস ও টিকনারের ৩৭ বলে অবিচ্ছিন্ন ৩০ রানের জুটি কিউইদের জয় নিশ্চিত করে।
সংক্ষিপ্ত স্কোর:
- ইংল্যান্ড: ৪০.২ ওভারে ২২২ (ওভারটন ৬৮, কার্স ৩৬; টিকনার ৪/৬৪, ডাফি ৩/৫৬)।
- নিউজিল্যান্ড: ৪৪.৪ ওভারে ২২৬/৮ (রবীন্দ্র ৪৬, মিচেল ৪৪; ওভারটন ২/৩২, কারেন ২/৪৬)।
- ফল: নিউজিল্যান্ড ২ উইকেটে জয়ী।
- সিরিজসেরা: ড্যারিল মিচেল।
