
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএ কার্যালয় প্রাঙ্গণে সম্প্রতি নতুন এটিএম বুথ চালু করেছে আইএফআইসি ব্যাংক। এ সময় ব্যাংকটির ও বিকেএমইএর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেনছবি: আইএফআইসি ব্যাংক।
বাণিজ্য ডেস্ক।
নিটপোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএ কার্যালয় প্রাঙ্গণে নতুন এটিএম বুথ বসিয়েছে আইএফআইসি ব্যাংক। গত বুধবার বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।
বুথের সেবাসমূহ
আইএফআইসি ব্যাংকের গ্রাহকেরা নতুন এই বুথের মাধ্যমে সহজে:
- টাকা উত্তোলন
- অর্থ স্থানান্তর
- সংক্ষিপ্ত হিসাব বিবরণীসহ নানা সেবা গ্রহণ করতে পারবেন।
ব্যাংকটি জানিয়েছে, গ্রাহকদের সুবিধা দিতে এ ধরনের প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
