তীব্র গরমে মডেল টেস্ট দিচ্ছে শিশুরা; বারবার চুরির ঘটনায় ক্ষোভ

ওয়ালিদ আহমেদ অলি
ময়মনসিংহ নগরীর নওমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গত রাতে আটটি সিলিং ফ্যান চুরি হয়ে গেছে। এই চুরির কারণে তীব্র গরমে কষ্ট সহ্য করে প্রাথমিক বৃত্তি পরীক্ষার মডেল টেস্ট দিচ্ছে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে চুরির এই ঘটনা ঘটে। বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি থানায় অবগত করেছে।
চুরির কারণে দুর্ভোগ
বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে বিদ্যালয়টিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য মডেল টেস্ট চলছে। এই তীব্র গরমের মধ্যেই শিক্ষার্থীরা ফ্যান ছাড়া পরীক্ষা দিতে বাধ্য হচ্ছে।
শিক্ষক ও অভিভাবকরা জানান, ফ্যান চুরির কারণে শিশুরা গরমে হাঁসফাঁস করছে, যা তাদের পড়াশোনা এবং পরীক্ষার প্রস্তুতিতে মারাত্মকভাবে ব্যাঘাত ঘটাচ্ছে।
বারবার চুরির ঘটনা
বিদ্যালয়টিতে চুরির ঘটনা এবারই প্রথম নয়। স্থানীয়রা জানান, এর আগেও এই স্কুল থেকে ফ্যান, কম্পিউটার, প্রিন্টার ও বৈদ্যুতিক তার চুরি হয়েছে। বারবার এমন ঘটনা ঘটলেও চোরদের শনাক্ত করা যায়নি।
বিদ্যালয়ের বারবার চুরির ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাঁরা অবিলম্বে চুরি যাওয়া ফ্যান উদ্ধার এবং বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।