প্রতিনিধি, শ্রীপুর, গাজীপুর।

মরাদেহ। প্রতীকী ছবি।
গাজীপুরের কালিয়াকৈরে ধর্ষণের শিকার এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতের এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
আটক ব্যক্তিরা হলেন মমিনুল ইসলাম ওরফে মোহন (২২) ও আতিকুর রহমান (২৩)। মমিনুলের বাড়ি রাজশাহীর বাগমারা এবং আতিকুর পাবনার চাটমোহরের বাসিন্দা।
ঘটনার বিবরণ
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জের ওই কিশোরীর সঙ্গে মমিনুলের প্রেমের সম্পর্ক ছিল।
- ধর্ষণ: বৃহস্পতিবার রাত আটটার দিকে মমিনুল কৌশলে কিশোরীকে কালিয়াকৈর উপজেলার চান্দরা এলাকার আব্দুল মান্নান প্লাজা নামের একটি হোটেলে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন।
- রক্তক্ষরণ ও হাসপাতালে নেওয়া: ধর্ষণের পর মেয়েটির প্রচুর রক্তক্ষরণ শুরু হলে মমিনুল আতঙ্কিত হয়ে পড়েন এবং রাত ৯টার দিকে সহযোগিতার জন্য আতিকুরকে ডেকে আনেন। তাঁরা কিশোরীকে হোটেল থেকে নামিয়ে প্রথমে একটি ওষুধের দোকানে ও পরে টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিয়ে যান।
- মৃত্যু: কুমুদিনী হাসপাতালের চিকিৎসক কিশোরীর অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। রাত সাড়ে ১২টায় কুমুদিনী হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে ঢামেকের উদ্দেশে রওনা হওয়ার পর গাজীপুরের কালিয়াকৈর থানার চন্দ্রা এলাকায় পৌঁছালে কিশোরীর মৃত্যু হয়।
গ্রেপ্তার ও মামলা
অ্যাম্বুলেন্সচালক বিষয়টি বুঝতে পেরে কৌশলে গাড়িটি ঘুরিয়ে টাঙ্গাইলের মির্জাপুর থানায় চলে যান। সেখানে পুলিশ দুজনকে আটক করে। পরে তাঁদের কালিয়াকৈর থানায় নিয়ে আসা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে এবং তাঁরা এখন থানায় আছেন। কিশোরীর মরদেহ টাঙ্গাইল সদর হাসপাতালে আছে।