
আলমগীর
শেরপুর প্রতিনিধি :
শেরপুরে ইউনিসেফ ইসলামিক ফাউ-েশনের উদ্যোগে ১২ অক্টোবর ২০২৫ সফলভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে, ৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে চাপাতলী মডেল মসজিদে অবস্থিত শেরপুর ইসলামিক ফাউ-েশনের মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে ইফার ডিডি এস এম মোহাই মোনুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, মুখ্য আলোচক ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহীন প্রমূখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ আহসান হাবীব হিমেল, ইউনিসেফের শেরপুর জেলা প্রতিনিধি ডাঃ নাজমুল হক চৌধুরী, ইউনিসেফ এর প্রতিনিধি সোহাইল আহমেদ। অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম, মউশিকের শিক্ষক শিক্ষিকাগন অংশ গ্রহন করেন,সেমিনারে জানানো হয় ১২ অক্টোবর থেকে ১৫ পর্যন্ত বয়সের সকল শিশুকে টাইফয়েড এর টিকা বিনামূল্যে দেওয়া হবে,এই ঘোষনা টি শুক্রবার সকল মসজিদে মসজিদে ও মাদরাসায় বিশেষ করে মহিলা মাদরাসায় প্রচার করার জন্য উপস্থিত সবাইকে আহবান করা হয়,উল্লেখ্য যে শেরপুরে ৩ লাখ ৮৩ হাজার শিশুকে টাইফয়েড এর টিকা দেওয়া হবে।