
ব্র্যাক ব্যাংক।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
চলতি বছরের প্রথম ৯ মাসেই দেড় হাজার কোটি টাকার মুনাফার ক্লাবে নাম লেখাল বেসরকারি ব্র্যাক ব্যাংক। গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর—এই ৯ মাসে ব্যাংকটির সম্মিলিত মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩৬ কোটি টাকায়।
- বৃদ্ধি: চলতি বছরের প্রথম ৯ মাসের এই মুনাফা গত বছরের একই সময়ের (১ হাজার ১১ কোটি টাকা) তুলনায় ৫২৪ কোটি টাকা বা ৫২ শতাংশ বেশি।
- রেকর্ড: ব্র্যাক ব্যাংকসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বছরের ৯ মাসেই দেড় হাজার কোটি টাকার মাইলফলক ছোঁয়া এটিই দেশের দেশীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ মুনাফা।
সাফল্যের কারণ
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান এই সাফল্যের কারণ হিসেবে মানুষের আস্থা, পণ্য ও সেবার ক্ষেত্রে নতুন উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক ব্যবসার উদ্যোগকে মূল চাবিকাঠি বলে উল্লেখ করেছেন।
মুনাফার উৎস
আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মুনাফার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা বা আয়।
- বিনিয়োগ আয়: চলতি বছরের প্রথম ৯ মাসে এই খাত থেকে ব্যাংকটি আয় করেছে ৩ হাজার ৩৯৪ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ হাজার ৪২৯ কোটি টাকা বেশি।
- সুদ আয়: প্রথম ৯ মাসে ব্যাংকটি ঋণের বিপরীতে সুদ আয় করেছে ৫ হাজার ৬৯৩ কোটি টাকা। যদিও আমানতের সুদ ব্যয়ও বেড়েছে, তবুও মুনাফায় বড় প্রবৃদ্ধি হয়েছে।
