
ব্রহ্মপুত্র, যমুনা ও জিঞ্জিরাম নদীর অব্যাহত ভাঙন থেকে জনপদ রক্ষার দাবিতে সোমবার দেওয়ানগঞ্জের পোল্যাকান্দি মধ্যপাড়া নদীর পারে মানববন্ধন করেন এলাকাবাসী।ছবি
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জে অসময়ে ব্রহ্মপুত্র নদের ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এতে পোল্যাকান্দি, ফারাজীপাড়া, সর্দারপাড়াসহ বিভিন্ন গ্রামের অর্ধশতাধিক পরিবার গৃহহীন এবং শতাধিক বিঘা আবাদি জমি নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, হাট-বাজারসহ হাজারো বসতভিটা।
নদীর গতিপথ পরিবর্তন ও তলদেশ ভরাট হয়ে যাওয়ায় গত ৫০ বছর ধরেই এ অঞ্চলে ভাঙন চলছে, তবে সম্প্রতি এর তীব্রতা বেড়েছে। ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী।
এই পরিস্থিতিতে, ভাঙন রোধে স্থায়ী নদীশাসনের দাবিতে সোমবার (২৯ সেপ্টেম্বর) পোল্যাকান্দি মধ্যপাড়া নদীর পাড়ে এলাকাবাসী দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তারা ঝালরচর থেকে পূর্ব ফারাজীপাড়া পর্যন্ত চার কিলোমিটার এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান।
এ বিষয়ে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, ভাঙন রোধে বরাদ্দের জন্য একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে পাঠানো হবে এবং বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।