
ফাইল ছবি: দৈনিক জাহান
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১: ১৬
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা লম্বা ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময়ে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা ক্লাস থেকে দূরে থাকবে।
প্রতিষ্ঠান অনুযায়ী ছুটির সময়সীমা
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকছে ১২ দিন। অন্যদিকে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি থাকছে ৯ দিন। সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি-বেসরকারি কলেজ ও টিটি কলেজগুলোতে সবচেয়ে বেশি, অর্থাৎ মোট ১৪ দিন ছুটি থাকছে।
এই দীর্ঘ ছুটি শিক্ষার্থীদের জন্য পড়াশোনার বাইরে একটি বড় বিরতি নিয়ে আসছে। উৎসবের আমেজ শেষ হলে আবার যথারীতি ক্লাস শুরু হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক হলো: