
দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোণার দুর্গাপুর পৌর শহরের সাধুপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতভিটা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার রাতে সংঘটিত এই আগুনে পাশের সঞ্জয় সরকারের নতুন নির্মিত বাসাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্গাপুর ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আগুনের ভয়াবহতা
এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কালো ধোঁয়া দেখতে পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান এবং আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরবর্তীতে দুর্গাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা ও জায়গার সীমাবদ্ধতার কারণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে প্রায় দেড় ঘণ্টা সময় লাগে।
ভুক্তভোগী ধনঞ্জয় সাহা ও গোবিন্দ সাহা জানান, কালীপূজা উপলক্ষে বাসার সবাই ব্যস্ত ছিলেন। হঠাৎ কোনো কিছু বোঝার আগেই আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের প্রচণ্ড তাপে তাঁরা ঘরের কোনো মালামাল সরাতে পারেননি। আগুনের তাপে আহত অবস্থায় তাঁদের বৃদ্ধা মা বাসন্তী রানী সাহা (৮০)-কে কোনো রকমে ঘর থেকে বের করা হয়। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
দুর্গাপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. মনজুর ফরাজী জানান, প্রায় এক ঘণ্টা বিশ মিনিট চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন।