
অনুষ্ঠানস্থলে পালকিতে চড়ে আসেন পূজা চেরীচরকি
বিনোদন প্রতিবেদক, ঢাকা।
অনেক দিন পর ঢালিউডে ঘটা করে আয়োজিত হলো কোনো সিনেমার মহরত। ‘দম’ সিনেমার আয়োজনের মধ্য দিয়ে বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে এই শুভ সূচনা করা হয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রেদওয়ান রনি এটি পরিচালনা করছেন।
শুটিং প্রস্তুতি ও লোকেশন
- শুটিং শুরু: নির্মাতা রেদওয়ান রনি জানিয়েছেন, সিনেমার শুটিং শুরু হবে কাজাখস্তানে। প্রতিকূল আবহাওয়া এবং গল্পের সঙ্গে মানানসই দুর্গম লোকেশন ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তার জন্য কাজাখস্তানকে বেছে নেওয়া হয়েছে।
- চিত্রনাট্য: সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এর চিত্রনাট্যকার হিসেবে রয়েছেন সৈয়দ আহমেদ শাওকী, আল–আমিন হাসান ও সাইফুল্লাহ রিয়াদ।
অভিনয় শিল্পী
এই সিনেমাতে অভিনয় করছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী, জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এবং অভিনেত্রী পূজা চেরী।
- পূজার উচ্ছ্বাস: মহরত অনুষ্ঠানে পালকিতে চড়ে আসেন পূজা চেরী। তিনি বলেন, ‘“দম” সিনেমায় যুক্ত হয়ে মনে হচ্ছে এটি আমার অভিনয়জীবনের পুনর্জন্ম। এমন চিত্রনাট্য ও চরিত্র আমার কাছে বড় চ্যালেঞ্জ।’
পূজা জানান, অডিশনের মাধ্যমে তিনি চূড়ান্ত হন এবং এখন নিয়মিত রিহার্সাল করছেন।

 
         
         
         
         
        