
মো: মিজানুর রহমান
বিশেষ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপি প্রাথমিকভাবে অন্তত ২০০টি আসনে একক প্রার্থী চূড়ান্ত করেছে। দলের হাইকমান্ড গত রোববার ও সোমবার সহস্রাধিক মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করেছে এবং নির্বাচনি গণসংযোগে নামার নির্দেশনা দিয়েছে।
বৃহস্পতিবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে একক প্রার্থী নির্ধারণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বাকি আসনগুলোর মনোনয়ন প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করা হচ্ছে।
বিভিন্ন জেলার প্রধান মনোনয়ন প্রত্যাশীরা (আংশিক তালিকা)
বিএনপি’র পক্ষ থেকে প্রাথমিকভাবে চূড়ান্ত হওয়া এবং প্রধান মনোনয়ন প্রত্যাশীদের একটি আংশিক তালিকা নিচে তুলে ধরা হলো:
| জেলা | আসন | প্রধান প্রত্যাশীরা |
| খুলনা | খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) | জেলার সাবেক আহ্বায়ক আমীর এজাজ খান, সাবেক ছাত্রদল নেতা জিয়াউর রহমান পাপুল। |
| খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) | সাবেক এমপি ও মহানগরের সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, বর্তমান নগর সভাপতি শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। | |
| খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী) | একক প্রার্থী হিসেবে কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। | |
| খুলনা-৪ (তেরখাদা-দিঘলিয়া-রূপসা) | কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিক। | |
| খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) | সাবেক এমপি আলী আজগর লবী, শফি মোহাম্মদ খান, যুবদল নেতা ইবাদুল হক রুবায়েদ। | |
| খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) | জেলা আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক মোমরেজুল ইসলাম, পাইকগাছা সভাপতি আবদুল মজিদ, সাংবাদিক আনোয়ার আলদীন, আমিরুল ইসলাম কাগজী। | |
| সাতক্ষীরা | সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) | কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। |
| সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) | জেলা আহ্বায়ক রহমত উল্লাহ পলাশ, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সাবেক সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ (পদ স্থগিত), সাবেক পৌর মেয়র ও জেলা যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতী। | |
| সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) | জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলম, কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন, আয়ুব হোসেন মুকুল। | |
| সাতক্ষীরা-৪ (শ্যামনগর) | জেলার যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান, শ্যামনগরের সাবেক আহ্বায়ক মাস্টার আব্দুল ওয়াহেদ। | |
| বাগেরহাট | বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট, বাগেরহাট সদর) | সাবেক এমপি শেখ মুজিবুর রহমান, সাবেক সভাপতি এমএ সালাম, কেন্দ্রীয় সদস্য শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, ব্যারিস্টার জাকির হোসেন, প্রকৌশলী মাসুদ রানা, রফিকুল ইসলাম জগলু। |
| বাগেরহাট-২ (ফকিরহাট, রামপাল, মোংলা) | কেন্দ্রীয় নেতা শামিমুর রহমান, আব্দুল হালিম খোকন, লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। | |
| বাগেরহাট-৩ (কচুয়া, মোড়লগঞ্জ, শরণখোলা) | খান মনিরুল ইসলাম মনি, কাজী খায়রুজ্জামান শিপন, কেন্দ্রীয় নেতা এবিএম ওবায়দুল ইসলাম, ড. মনিরুজ্জামান, অ্যাডভোকেট নিপা আক্তার। | |
| নড়াইল | নড়াইল-১ (কালিয়া-সদর আংশিক) | জেলা সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জিয়া পরিষদের উপদেষ্টা ডা. হায়দার পারভেজ, বিএনপি নেতা অধ্যাপক (অব.) নাগিব হোসেন, মো. সাজ্জাদুর রহমান সুজা, সাবেক এমপি ধীরেন্দ্রনাথ সাহার ছেলে সুরেশ সাহা আনন্দ। |
| নড়াইল-২ (লোহাগড়া-সদর আংশিক) | জেলা সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়া রিজভী জর্জ। | |
| ঝিনাইদহ | ঝিনাইদহ-১ | সাবেক এমপি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল ওহাব, কৃষক দল জেলা সভাপতি উসমান গনি, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বাবু জয়ন্ত কুমার কুন্ডু। |
| ঝিনাইদহ-২ | জেলা সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, জেলা সদস্য অ্যাডভোকেট এসএম মশিউর রহমান, ড্যাব নেতা ডা. মো. ইব্রাহীম রহমান রুমি (বাবু), জাতীয় নির্বাহী কমিটির সদস্য মীর রবিউল ইসলাম লাবলু, জেলা সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। | |
| ঝিনাইদহ-৩ | জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, মহেশপুর সভাপতি মেহেদী হাসান রনি, কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মমিনুর রহমান, কেন্দ্রীয় সহতথ্যবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, কণ্ঠশিল্পী মনির খান। | |
| ঝিনাইদহ-৪ | কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, কালিগঞ্জের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হামিদুল ইসলাম, জেলা উপদেষ্টা মুর্শিদা জামান পপি। |
চট্টগ্রাম বিভাগ
| জেলা | আসন | প্রধান প্রত্যাশীরা |
| চট্টগ্রাম | চট্টগ্রাম-১ (মীরসরাই) | নুরুল আমিন, শাহীদুল ইসলাম চৌধুরী। |
| চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) | কাদের গণি চৌধুরী, সরওয়ার আলমগীর, কর্নেল (অব.) মো. আজিম উল্লাহ বাহার, ছালাউদ্দিন, ফয়সাল মাহমুদ ফয়জী। | |
| চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) | তারিকুল আলম তেনজিং, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, মোস্তফা কামাল পাশা, অ্যাডভোকেট আবু তাহের, কামাল পাশা বাবু, রফী উদ্দিন ফয়সাল। | |
| চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) | আসলাম চৌধুরী, কাজী সালাউদ্দিন। | |
| চট্টগ্রাম-৫ (হাটহাজারী) | ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ব্যারিস্টার শাকিলা ফারজানা, এসএম ফজলুল হক। | |
| কক্সবাজার | কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) | সালাহউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট হাসিনা আহমেদ। |
| কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) | আলমগীর মোহাম্মদ মাহাফুজ উল্লাহ ফরিদ, এটিএম নুরুল বশর চৌধুরী, আবু বক্কর সিদ্দিক। | |
| কক্সবাজার-৩ (রামু-সদর) | লুৎফুর রহমান কাজল, শহিদুজ্জামান। | |
| কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) | শাহজাহান চৌধুরী, সরওয়ার জাহান চৌধুরী, মুহাম্মদ আবদুল্লাহ। | |
| পার্বত্য | রাঙামাটি | মনি স্বপন দেওয়ান, দীপেন তালুকদার, মামুনুর রশীদ, লে. কর্নেল (অব.) মনীষ দেওয়ান। |
| খাগড়াছড়ি | ওয়াদুদ ভুঁইয়া, এমএন আবছার। | |
| বান্দরবান | মিসেস ম্যাম্যা চিং, সাচিং প্রু জেরি, মো. জাবেদ রেজা। | |
| কুমিল্লা | কুমিল্লা-১ | স্থায়ী কমিটির সদস্য: ড. খন্দকার মোশাররফ হোসেন। |
| কুমিল্লা-২ (হোমনা-তিতাস) | কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, উত্তর জেলা আহ্বায়ক: মো. আক্তারুজ্জামান সরকার, জিয়া পরিষদ যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি: মনোয়ার সরকার, সাবেক সচিব: এমএ মতিন খান। | |
| কুমিল্লা-৩ | কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। | |
| কুমিল্লা-৪ (দেবিদ্বার) | সাবেক এমপি: ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি, উত্তর জেলার সদস্য সচিব: এএফএম তারেক মুন্সি, সাবেক ছাত্রদল নেতা: আব্দুল আউয়াল। | |
| কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) | ব্রাহ্মণপাড়ার সভাপতি: হাজী জসিম উদ্দিন, সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী: ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, বুড়িচং বিএনপির সভাপতি: মিজানুর রহমান। | |
| কুমিল্লা-৬ | চেয়ারপারসনের উপদেষ্টা: হাজী আমিনুর রশীদ ইয়াছিন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক: মোস্তাক মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা: মনিরুল হক চৌধুরী। | |
| কুমিল্লা-৭ | উপজেলা আহ্বায়ক: আতিকুল ইসলাম শাওন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক: মোস্তাফিজুর রহমান জাহিন, কৃষক দলের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক: কাজী সাখাওয়াত হোসেন। | |
| কুমিল্লা-৮ | দক্ষিণ জেলার সভাপতি: জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি: মোরতাজুল করিম বাদরু। | |
| কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) | কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক: আবুল কালাম, সাবেক ডাকসু সদস্য: ড. রশীদ আহমেদ হোসাইনী, নেত্রী: সামিরা আজিম দোলা, সাবেক সচিব: জাহাঙ্গীর আলম। | |
| কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) | সাবেক সংসদ-সদস্য: আব্দুল গফুর ভূঁইয়া, কেন্দ্রীয় সদস্য: মোবাশ্বের আলম ভূঁইয়া। | |
| কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) | উপজেলা সভাপতি: মো. কামরুল হুদা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক: নিয়াজ মাখদুম মাসুম বিল্লাহ। |
বৃহত্তর ঢাকা (ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জ)
| জেলা | আসন | প্রধান প্রত্যাশীরা |
| ফরিদপুর | ফরিদপুর-০১ (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) | কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি: খন্দকার নাসিরুল ইসলাম, বোয়ালমারীর সহসভাপতি: শামসুদ্দিন মিয়া ঝুনু। |
| ফরিদপুর-০২ (নগরকান্দা, সালথা) | কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক: শামা ওবায়েদ ইসলাম রিংকু। | |
| ফরিদপুর-০৩ (ফরিদপুর সদর) | কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক: চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহ্বায়ক: অ্যাডভোকেট সৈয়দ মোদারেছ আলী ইছা, কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য: জহিরুল হক শাহজাদা মিয়া। | |
| ফরিদপুর-০৪ (চরভদ্রাসন, সদরপুর, ভাঙ্গা) | কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক: শহিদুল ইসলাম বাবুল। | |
| শরীয়তপুর | শরীয়তপুর-০১ (পালং, জাজিরা) | জেলা সাধারণ সম্পাদক: সরদার এ কে এম নাছির উদ্দিন কালু, জেলা সাংগঠনিক সম্পাদক: সাঈদ আহাম্মেদ আসলাম, সাবেক অর্থ সম্পাদক: মজিবুর রহমান মাদবর। |
| শরীয়তপুর-০২ (নড়িয়া, শখিপুর) | জেলা সভাপতি: শফিকুর রহমান কিরন, কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি: কর্নেল (অব.) এস এম ফয়সাল, কেন্দ্রীয় কমিটির সদস্য: মহিউদ্দিন আহাম্মেদ জিল্টু। | |
| শরীয়তপুর-০৩ (ভেদরগঞ্জ, ডামড্যা, গোসাইরহাট) | ভাইস চেয়ারম্যান: মিয়া নুর উদ্দিন অপু। | |
| রাজবাড়ী | রাজবাড়ী-০১ (সদর, গোয়ালন্দ) | কেন্দ্রীয় সদস্য: আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি: অ্যাডভোকেট মো. আসলাম মিয়া। |
| রাজবাড়ী-০২ (পাংশা, কালুখালি, বালিয়াকান্দি) | নির্বাহী কমিটির সদস্য: বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু, সাবেক সাধারণ সম্পাদক: হারুন অর রশীদ হারুন। | |
| মাদারীপুর | মাদারীপুর-০১ (শিবচর) | উপজেলা সাবেক আহ্বায়ক: কামাল জামান মোল্লা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক: মো. রোকন উদ্দিন মিয়া, জেলা যুগ্ম আহ্বায়ক: সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক: আবুল বাসার সিদ্দিকী। |
| মাদারীপুর-০২ (সদর, রাজৈর) | জেলা সদস্য সচিব: জাহান্দার আলী জাহান, বিএনপি নেতা: মিল্টন বৈদ্য, হেলেন জেরিন খান। | |
| মাদারীপুর-০৩ (কালকিনি, ডাসার) | ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক: মাশুকুর রহমান মাশুক, কেন্দ্রীয় গণশিক্ষাবিষয়ক সম্পাদক: আনিসুর রহমান খোকন তালুকদার। | |
| গোপালগঞ্জ | গোপালগঞ্জ-০১ | কেন্দ্রীয় সহ-আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট জয়নাল আবেদিন মেজবাহ, ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক: সেলিমুজ্জামান সেলিম। |
| গোপালগঞ্জ-০২ | জেলার সাবেক সভাপতি: এম.এইচ খান মঞ্জু, সিরাজুল ইসলাম সিরাজ, জেলা আহ্বায়ক কমিটির সদস্য: ডা. কে এম বাবর। | |
| গোপালগঞ্জ-০৩ | কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি: এসএম জিলানী। | |
| মুন্সীগঞ্জ | মুন্সীগঞ্জ-১ | শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, মীর সরফত আলী সপু, মমিন আলী, মো. ফরহাদ হোসেন। |
| মুন্সীগঞ্জ-২ | মিজানুর রহমান সিনহা, ড. আসাদুজ্জামান রিপন, অ্যাড. আব্দুস সালাম আজাদ। | |
| মুন্সীগঞ্জ-৩ | মো. মহিউদ্দিন, কামরুজ্জামান রতন, আ ক ম মোজাম্মেল হক, মোশারফ হোসেন পুস্তি। |
বৃহত্তর রংপুর ও দিনাজপুর
| জেলা | আসন | প্রধান প্রত্যাশীরা |
| ঠাকুরগাঁও | ঠাকুরগাঁও-১ | দলের মহাসচিব: মির্জা ফখরুল ইসলাম আলমগীর (একক প্রার্থী)। |
| ঠাকুরগাঁও-২ | ড্যাবের সাবেক মহাসচিব: ডা. আব্দুস সালাম, কেন্দ্রীয় কমিটির সদস্য: জেট মর্তুজা চৌধুরী তুলা। | |
| ঠাকুরগাঁও-৩ | পীরগঞ্জ সভাপতি: জাহিদুর রহমান জাহিদ, পীরগঞ্জ সাধারণ সম্পাদক: জিয়াউল ইসলাম জিয়া, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক: কামাল আনোয়ার আহমেদ। | |
| রংপুর | রংপুর-১ (গংগাচড়া-সদর আংশিক) | গংগাচড়া উপজেলা বিএনপি সভাপতি চাঁদ সরকার, সাবেক সভাপতি ওয়াহেদুজ্জামান মাবু, বহিষ্কৃত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোর্কার হোসেন সুজন। |
| রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) | বদরগঞ্জ উপজেলা সভাপতি পরিতোষ চক্রবর্তী, বদরগঞ্জ পৌর কমিটির সদস্য মোহাম্মদ আলী সরকার, বদরগঞ্জ সাধারণ সম্পাদক আজিজুল হক, পৌর সাধারণ সম্পাদক গোলাম রসুল। | |
| রংপুর-৩ (সদর) | কেন্দ্রীয় ও রংপুর মহানগর কমিটির সদস্য রীটা রহমান, জেলা আহ্বায়ক সামসুজ্জামান সামু, মহানগর সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন, মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু। | |
| রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) | জেলা যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ আফসার আলী, কাউনিয়া উপজেলা বিএনপি সভাপতি এমদাদুল হক ভরসা, পীরগাছা উপজেলা সভাপতি আমিনুল ইসলাম রাংগা। | |
| রংপুর-৫ (মিঠাপুকুর) | উপজেলা সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মোহাহারুল ইসলাম নিক্সন পাইকার। | |
| রংপুর-৬ (পীরগঞ্জ) | জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম, জাতীয়তাবাদী অটোরিকশা ও ভ্যান শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আসফাকুল ইসলাম মনু। | |
| দিনাজপুর | দিনাজপুর-১ | মনজুরুল ইসলাম মনজু, মামুনুর রশিদ মামুন, জাকির হোসেন ধলু। |
| দিনাজপুর-২ | আ ন ম বজলুর রশিদ কালু, সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, মঞ্জুরুল ইসলাম। | |
| দিনাজপুর-৩ | মোফাজ্জল হোসেন দুলাল, সৈয়দ জাহাঙ্গীর আলম, হাফিজুর রহমান, বখতিয়ার আহমেদ কচি, হাসনা হেনা হীরা। | |
| দিনাজপুর-৪ | আখতারুজ্জামান মিয়া, অ্যাড. আব্দুল হালিম। | |
| দিনাজপুর-৫ | এজেডএম রেজওয়ানুল হক, ব্যারিস্টার একেএম কামরুজ্জামান। | |
| দিনাজপুর-৬ | অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। | |
| কুড়িগ্রাম | কুড়িগ্রাম-১ | সাইফুর রহমান রানা, ডা. ইউনুস আলী। |
| কুড়িগ্রাম-২ | অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সোহেল হোসনাইন কায়কোবাদ, মাহবুব রহমান। | |
| কুড়িগ্রাম-৩ | তাসভীরুল ইসলাম, আব্দুল খালেক। | |
| কুড়িগ্রাম-৪ | আব্দুল বারী, আজিজুর রহমান, মোখলেছুর রহমান, মমতাজ হোসেন লিপি। | |
| গাইবান্ধা | গাইবান্ধা-১ | বাবুল আহম্মেদ, ডা. জিয়া খন্দকার, মাজহারুল ইসলাম। |
| গাইবান্ধা-২ | আনিসুজ্জামান খান বাবু, আব্দুল আউয়াল আরজু, আমিনুল ইসলাম। | |
| গাইবান্ধা-৩ | ডা. ময়নুল হাসান সাদিক। | |
| গাইবান্ধা-৪ | আমিনুল ইসলাম, ফারুক কবীর আহম্মেদ, ফারুক আহম্মেদ, সানেয়ার হোসেন দিপু, ওবায়েদুল সরকার। | |
| গাইবান্ধা-৫ | মাহমুদুন্নবী টিটুল, ফারুক আলম সরকার, নাজেমুল ইসলাম নয়ন, সোহাগ খান। |
বৃহত্তর ময়মনসিংহ ও রাজশাহী
| জেলা | আসন | প্রধান প্রত্যাশীরা |
| শেরপুর | শেরপুর-১ (সদর) | সদর উপজেলা সভাপতি হযরত আলী, তাঁর মেয়ে ও যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, জেলা যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদ। |
| শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) | জেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফাহিম চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মোখলেসুর রহমান রিপন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান। | |
| শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) | জেলার সাবেক সভাপতি মাহমুদুল হক রুবেল, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য একেএম আমিনুল হক, জেলা বিএনপি সদস্য মেজর (অব.) মাহমুদুল হাসান। | |
| নেত্রকোনা | নেত্রকোনা-১ | ব্যারিস্টার কায়সার কামাল। |
| নেত্রকোনা-২ | ডা. আনোয়ারুল হক, আশরাফ উদ্দিন খান, এটিএম আব্দুল বারী ড্যানী, ড. আরিফা জেসমিন নাহীন। | |
| নেত্রকোনা-৩ | রফিকুল ইসলাম হেলালী, দেলোয়ার হোসেন ভুঁইয়া, ইঞ্জি. মুস্তাফা ই জামান সেলিম, সৈয়দ আলমগীর খসরু, এম নাজমুল হাসান, হাসান বিন শফিক সোহাগ, মেজর (অব.) সিদ্দিকুর রহমান। | |
| নেত্রকোনা-৪ | লুৎফুজ্জামান বাবর। | |
| নেত্রকোনা-৫ | আবু তাহের তালুকদার, শহীদুল্লাহ এমরান, রাবেয়া আলী, বাবুল আলম তালুকদার, ব্যারিস্টার মওদুদ আহমদ। | |
| নওগাঁ | নওগাঁ-১ (নিয়ামপুর-পোরশা-সাপাহার) | নিয়ামতপুর থানা সভাপতি ডা. মো. ছালেক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, খালেদা জিয়ার উপদেষ্টা ইঞ্জিনিয়ার শাহ খালেদ হাসান চৌধুরী পাহিন, যুবদলের সাবেক কেন্দ্রীয় সদস্য মাহমুদুল সালেহীন। |
| নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) | কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক মো. শামসুজ্জোহা খান, জেলার সাবেক সহসভাপতি খাজা নাজিবুল্লাহ চৌধুরী। | |
| নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) | পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, কেন্দ্রীয় কৃষক দল যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল, মহাদেবপুর থানা সভাপতি রবিউল ইসলাম বুলেট। | |
| নওগাঁ-৪ (মান্দা) | কেন্দ্রীয় নির্বাহী সদস্য এম এ মতিন, মান্দা থানার সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু। | |
| নওগাঁ-৫ (নওগাঁ সদর) | জেলার সাবেক সভাপতি নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাবেক সদস্য সচিব মো. বায়েজিদ হোসেন পলাশ, সাবেক ভিপি মো. মাহবুবুর রহমান ডাবলু, নওগাঁ পৌর সভাপতি মিজানুর রহমান মিজান। | |
| নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) | আত্রাই থানা সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজু, কেন্দ্রীয় তাঁতীদল যুগ্ম আহ্বায়ক এছাহক আলী। | |
| রাজশাহী | রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) | মেজর জেনারেল (অব.): শরিফ উদ্দিন, শিল্পপতি: সুলতানুল ইসলাম তারেক, ব্যারিস্টার: মাহফুজুর রহমান মিলন, জিয়া পরিষদ নেতা: অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব। |
| রাজশাহী-২ (মহানগর) | চেয়ারপারসনের উপদেষ্টা: মিজানুর রহমান মিনু, মহানগরের সাবেক আহ্বায়ক: বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইশা। | |
| রাজশাহী-৩ (পবা-মোহনপুর) | মহানগর সাবেক সাধারণ সম্পাদক: শফিকুল হক মিলন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য: রায়হানুল আলম রায়হান, মোহনপুর উপজেলা সাবেক সভাপতি: আব্দুস সামাদ। | |
| রাজশাহী-৪ (বাগমারা) | বাগমারা উপজেলা আহ্বায়ক: ডিএম জিয়াউর রহমান, সদস্য সচিব: অধ্যাপক কামাল হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব: রেজাউল করিম টুটুল, জেলা বিএনপির সাবেক সভাপতি: তোফাজ্জল হোসেন তপু। | |
| রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) | পুঠিয়ার আহ্বায়ক: আবু বক্কর সিদ্দিক, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক: মাহমুদা হাবিবা, সাবেক সহসভাপতি: ইসফা খায়রুল হক, সাবেক সংসদ-সদস্য: জুলকার নাঈম মোস্তফা, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ: গোলাম মোস্তফা। | |
| রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) | জেলা আহ্বায়ক: আবু সাঈদ চাঁদ, সাবেক সাংগঠনিক সম্পাদক: গোলাম মোস্তফা মামুন, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক: আনোয়ার হোসেন উজ্জ্বল, বাঘার সাবেক সভাপতি: নুরুজ্জামান মানিক। |
বৃহত্তর বরিশাল ও অন্যান্য
| জেলা | আসন | প্রধান প্রত্যাশীরা |
| ভোলা | ভোলা-১ (সদর) | জেলা আহ্বায়ক: গোলাম নবী আলমগীর, জাতীয় নির্বাহী কমিটির সদস্য: হায়দার আলী লেনিন, জেলা সদস্য সচিব: রাইসুল আলম, জেলা যুগ্ম আহ্বায়ক: শফিউর রহমান কিরন। |
| ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) | জাতীয় নির্বাহী কমিটির সদস্য: হাফিজ ইব্রাহিম, যুবদল নেতা: শহিদুল্লাহ তালুকদার। | |
| ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) | যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক: নুরুল ইসলাম নয়ন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য: নাজিমউদ্দিন আলম। | |
| বরগুনা | বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) | জেলা আহ্বায়ক: নজরুল ইসলাম মোল্লা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য: মতিউর রহমান তালুকদার, কেন্দ্রীয় নেতা: ফিরোজ উজ জামান মামুন, জেলা যুগ্ম আহ্বায়ক: হুমায়ুন কবির শাহিন। |
| বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) | কেন্দ্রীয় সহসভাপতি: নুরুল ইসলাম মনি। | |
| ঝালকাঠি | ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) | ধর্মবিষয়ক সম্পাদক: রফিকুল ইসলাম জামাল, সাবেক ছাত্রদল নেতা: গোলাম আজম সৈকত, নিউইয়র্ক দক্ষিণ সভাপতি: সেলিম রেজা। |
| পিরোজপুর | পিরোজপুর-১ (সদর-জিয়ানগর-নাজিরপুর) | জেলা আহ্বায়ক: নজরুল ইসলাম খান, জেলা সাবেক আহ্বায়ক: অধ্যক্ষ আলমগীর হোসেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য: এলিজা জামান, জেলা সদস্য সচিব: সাইদুল ইসলাম কিসমত। |
| পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া-কাউখালী-স্বরূপকাঠি) | কেন্দ্রীয় নেতা: মাহমুদ হোসাইন ভিপি মাহমুদ, স্বরূপকাঠির সাবেক সভাপতি: ফখরুল ইসলাম, ভাণ্ডারিয়া সভাপতি: সুমন মঞ্জুর, কাউখালী সভাপতি: আহসান কবির, স্বরূপকাঠি সাবেক সদস্য সচিব: আলবেরুনী সৈকত। | |
| পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) | উপজেলা সাবেক সভাপতি: রুহুল আমিন দুলাল, মধ্যপ্রাচ্য সহসাংগঠনিক সম্পাদক: এআরএম মামুন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য: কর্নেল (অব.) শাহজাহান মিলন, উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক: হুমায়ুন কবির। | |
| পটুয়াখালী | পটুয়াখালী-২ (বাউফল) | কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক: মুনির হোসেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য: শহিদুল ইসলাম তালুকদার, বাউফল সাবেক সভাপতি: ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার। |
| পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) | জাতীয় নির্বাহী কমিটির সদস্য: হাসান মামুন। | |
| পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) | কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক: এবিএম মোশাররফ হোসেন, মনিরুজ্জামান মনির। | |
| কুষ্টিয়া | কুষ্টিয়া-২ | অধ্যাপক শহিদুল ইসলাম, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, ফরিদা ইয়াসমিন, সাইফুল ইসলাম। |
| কুষ্টিয়া-৩ | অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুতুব উদ্দিন আহম্মেদ, জাকির হোসেন সরকার। | |
| কুষ্টিয়া-৪ | সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী, শেখ সাদি, নুরুল ইসলাম আনসার। | |
| পাবনা | পাবনা-১ | খায়রুন্নাহার খানম মিরু, মো. সালাউদ্দিন খান। |
| পাবনা-২ | একেএম সেলিম রেজা হাবিব। | |
| পাবনা-৩ | কেএম আনোয়ারুল ইসলাম, হাসাদুল ইসলাম হীরা, হাসান জাফির তুহিন। | |
| পাবনা-৪ | হাবিবুর রহমান হাবিব, জাকারিয়া পিন্টু, সিরাজুল ইসলাম সর্দার। | |
| পাবনা-৫ | অ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস। |
