
সেভর ইন্টারন্যাশনাল ও চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি) আয়োজিত তিন দিনব্যাপী ‘বাংলাদেশ-চীন গ্রিন টেক্সটাইল এক্সপো-২০২৫’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ অতিথিরা। গত বৃহস্পতিবার ঢাকার কুড়িলের আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)ছবি: সেভর ইন্টারন্যাশনাল।
বিজ্ঞপ্তি।
টেকসই ও পরিবেশবান্ধব টেক্সটাইল প্রযুক্তি তুলে ধরতে ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ-চীন গ্রিন টেক্সটাইল এক্সপো-২০২৫’ শীর্ষক প্রদর্শনী, যা আজ শনিবার সন্ধ্যায় শেষ হবে।
- স্থান: ঢাকার কুড়িলের আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)।
- উদ্বোধন: গত বৃহস্পতিবার প্রদর্শনীটির উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
- আয়োজক: সেভর ইন্টারন্যাশনাল এবং চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি)।
উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএমইএ সহসভাপতি মিজানুর রহমান, বিটিএমসি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসানসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
