
ছাত্রদল নেতা মো. জোবায়েদ হোসেনের জানাজা শেষে মুনাজাত। সোমবার বাদ মাগরিব কুমিল্লার হোমনা উপজেলার কলাগাছিয়া উচ্চবিদ্যালয় মাঠেছবি: সংগৃহীত।
প্রতিনিধি, দাউদকান্দি, কুমিল্লা।
ঢাকায় নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতা মো. জোবায়েদ হোসেনের জানাজা আজ সোমবার বাদ মাগরিব তাঁর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। হোমনা উপজেলার কলাগাছিয়া উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে কলাগাছিয়া-কৃষ্ণপুর গ্রামের সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
বিকেল সাড়ে পাঁচটার দিকে জোবায়েদের মরদেহবাহী অ্যাম্বুলেন্স হোমনার কৃষ্ণপুর গ্রামে পৌঁছালে তাঁকে একনজর দেখার জন্য মানুষের ঢল নামে। এ সময় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানাজাপূর্ব বক্তব্য ও দাবি
জানাজার আগে মো. জোবায়েদ হোসেনের হত্যায় জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন বিভিন্ন সংগঠনের নেতা ও স্থানীয় বিশিষ্টজনরা।
বক্তব্য দেন:
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক আশরাফুল আলম।
- ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মেহেদী হাসান হিমেল।
- হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন।
- জামায়াতে ইসলামী হোমনা উপজেলা শাখার আমির মাওলানা মো. সাইদুল হক।
- নিহত জোবায়েদ হোসেনের চাচা এবং হোমনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্তার হোসেন প্রমুখ।