
ডেঙ্গুপ্রতীকী ছবি।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত) এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৯৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রাত্যহিক প্রতিবেদন অনুযায়ী, এই নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ৭৯১ এবং এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৯ জনে।
মৃত্যু ও সংক্রমণের পরিসংখ্যান
- মৃত্যু: সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজন মারা গেছেন রাজশাহী বিভাগে। একজন করে মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে।
- সংক্রমণ প্রবণতা: নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৬৪ শতাংশই পুরুষ এবং গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৬ থেকে ৩০ বছর বয়সীরা সবচেয়ে বেশি।
- অঞ্চলভিত্তিক: সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩১০ জন। ঢাকা বিভাগের বাইরে বরিশাল বিভাগে রোগীর সংখ্যা বেশি ছিল (১৩৯ জন)।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, চলতি সপ্তাহে সাগরে নিম্নচাপের ফলে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, যা ডেঙ্গু বিস্তারকারী এডিসের বিস্তার আরও বাড়িয়ে দিতে পারে।