কমিশন ঐকমত্য তৈরিতে ব্যর্থ হয়েছে; বর্তমান প্রশাসন বিএনপি, জামায়াত ও এনসিপি’র বলে দাবি

রংপুরে জাপার কর্মী সভায় এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ শনিবার বিকেলে নগরের সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে।ছবি:
নিজস্ব প্রতিবেদক
রংপুর
কিছু রাজনৈতিক দল জাতীয় ঐকমত্য কমিশনে গিয়ে ফাঁদে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তবে কোন দলগুলো ফাঁদে পড়েছে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
আজ শনিবার (০১ নভেম্বর) বিকেলে রংপুর নগরের সেন্ট্রাল রোডে জাপা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
ঐকমত্য কমিশন ও প্রতারণার অভিযোগ
শামীম হায়দার পাটোয়ারী বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু দল ইতিমধ্যে ঐকমত্য কমিশনে গিয়ে বা স্বাক্ষর করে একধরনের ফাঁদে পড়ে গেছে। কিছু রাজনৈতিক দল বলছে, ঐকমত্য কমিশন প্রতারণা করেছে।”
তিনি ঐকমত্য কমিশন ঐকমত্য তৈরিতে ব্যর্থ হয়েছে মন্তব্য করে বলেন, কমিশন ৫৬টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ৩০টি দলকে বাদ দিয়েছে। যে দলগুলো সেখানে গেছে, তাদের মধ্যেও অনেকগুলো বিষয়ে মতবিরোধ আছে।
প্রশাসনে ‘বাটোয়ারা’ ও সুষ্ঠু ভোটের শঙ্কা
জাপা মহাসচিব বর্তমান প্রশাসনিক কাঠামো নিয়ে গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, তথ্য উপদেষ্টা নিজেই বলেছেন, তাঁরা বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি’র কথামতো প্রশাসন সাজিয়েছেন।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “এই তিন দলের বাইরে অন্য কোনো দল যদি ভোটে আসে, এই প্রশাসনিক কাঠামো সেই দলকে সুষ্ঠু ভোট হতে দেবে না।” তিনি স্মরণ করিয়ে দেন, বিগত তিনটি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছিল, কারণ নির্বাচিত সরকার সেখানে দাঁড়িয়ে থেকে নির্বাচনকে প্রভাবিত করেছিল।
গণভোটের দাবি সাংঘর্ষিক
গণভোটের দাবিকে ‘নজিরবিহীন’ উল্লেখ করে শামীম হায়দার পাটোয়ারী বলেন, সংবিধানে এই মুহূর্তে গণভোটের কোনো বিধান নেই। তিনি বলেন, বর্তমানে গণভোটের যে দাবি উঠেছে, সংসদে পাস হওয়ার আগে তা বাস্তবায়ন হলে ঐকমত্য কমিশনকে সংসদের মর্যাদা দেওয়া হবে, যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে। তিনি স্পষ্ট করেন, ঐকমত্য কমিশন সার্বভৌম নয়, নির্বাচিত নয় ও সংসদও নয়।
এ সময় জাপার কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির সহ রংপুর জেলা ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
