
এই ইন্টার্নশিপের মেয়াদ ২ মার্চ ২০২৬ থেকে ২৮ আগস্ট ২০২৬ পর্যন্ত। ফাইল ছবি।
পড়াশোনা ডেস্ক।
জাপানে অনুষ্ঠিত হতে যাচ্ছে মর্যাদাপূর্ণ ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটির (United Nations University) জুনিয়র ফেলো ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৬। এই ইন্টার্নশিপ প্রোগ্রামটি টোকিওর ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটির রেক্টর অফিসে অনুষ্ঠিত হবে। ছয় মাস মেয়াদি এই আন্তর্জাতিক ইন্টার্নশিপের মাধ্যমে তরুণ পেশাজীবী ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা জাতিসংঘের কাজের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
ইন্টার্নশিপের সময়কাল
এই ইন্টার্নশিপের মেয়াদ ২ মার্চ ২০২৬ থেকে ২৮ আগস্ট ২০২৬ পর্যন্ত। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ, দিকনির্দেশনা ও হাতে-কলমে কাজের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
আবেদনের যোগ্যতা
- নাগরিকত্ব: বিশ্বের যেকোনো দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন।
- শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীদের স্নাতকোত্তর (মাস্টার্স বা পিএইচডি) অধ্যয়নরত থাকতে হবে বা আবেদন করার তারিখ থেকে সর্বোচ্চ দুই বছরের মধ্যে পড়াশোনা শেষ করে থাকতে হবে।
- বয়স: বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছরের অভিজ্ঞতা থাকতে পারবে।
- ভাষা: ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যদি পূর্বের ডিগ্রি ইংরেজি মাধ্যমে হয়ে থাকে বা মাতৃভাষা ইংরেজি হয়, তবে আইইএলটিএস বা টোয়েফল লাগবে না।