
প্রতিকী ছবি
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০: ৩৮
২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষার সময়সীমা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এই তথ্যটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। সুতরাং, শিক্ষার্থীরা এখন প্রস্তুতি নেওয়ার জন্য আরও কিছুটা সময় পেল।
নতুন সময়সূচি
শিক্ষার্থীদের জন্য এটি একটি স্বস্তির খবর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষা এখন আগামী ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর-এর মধ্যে অনুষ্ঠিত হবে। এছাড়াও, কলেজ কর্তৃপক্ষকে এই নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষা সম্পন্ন করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, কলেজগুলোকে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণ করতে হবে। তবে, পরীক্ষার বিস্তারিত তথ্য এবং নিয়মাবলী বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। এর ফলে শিক্ষার্থীদের কোনো দ্বিধা থাকবে না।
আরও পড়ুন-https://tinyurl.com/34hf36a5
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য খবর পেতে এখানে ক্লিক করুন-http://www.nu.ac.bd/