
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্তকরণ এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসেছেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা।
আজ সোমবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়।
বৈঠকের মূল আলোচ্য বিষয়
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্র মতে, বৈঠকে নিম্নলিখিত বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে:
- প্রার্থী চূড়ান্তকরণ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী চূড়ান্তের বিষয়টি আলোচনায় থাকবে।
- জোট শরিকদের ছাড়: শরিক রাজনৈতিক দলগুলোকে এই নির্বাচনে বিএনপি কতটা আসন ছাড় দেবে, সে বিষয়ে আলোচনা।
- জুলাই সনদ ও গণভোট: জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন–সংক্রান্ত সৃষ্ট রাজনৈতিক সংকট এবং গণভোটের বিষয়ে দলের অবস্থান ও কৌশল নির্ধারণ।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বৈঠক শেষে বেলা ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।
