
তারাকান্দায় প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন।ছবি
তারাকান্দা প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলামকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনতা ও বিএনপি নেতাকর্মীরা। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তারাকান্দা থানার সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বরাবর একটি স্মারকলিপিও প্রদান করা হয়। বিক্ষুব্ধদের অভিযোগ, জেলা প্রশাসকের মনোনয়নে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে মনোনীত হওয়া আমিনুল ইসলাম একজন ক্ষমতাসীন দলের অনুসারী। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের দোষর এবং স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হিসেবেও পরিচিত।
এমন একজন রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট ব্যক্তি প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করায় স্থানীয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসনের স্বেচ্ছাচারিতার কারণে একজন বিতর্কিত রাজনৈতিক ব্যক্তি ইউনিয়নের দায়িত্বশীল পদে বসেছেন। এটি গণতন্ত্র ও প্রশাসনিক নিরপেক্ষতার পরিপন্থী। তারা দ্রুত আমিনুল ইসলামকে অপসারণের জোর দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা তারাকান্দা মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা আমিনুলের অপসারণ দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন এস এম হাসানুজ্জামান সুমন, ইউপি সদস্য শহিদুল ইসলাম, বিসকা ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফুল ইসলাম সরকার, শেখ মোহাম্মদ আব্দুল জলিল প্রমুখ। তারা বলেন, আমিনুল ইসলাম প্রশাসনিক সিদ্ধান্তকে পেছনে ফেলে দলীয় প্রভাব খাটিয়ে প্যানেল চেয়ারম্যান হয়েছেন। প্রশাসনের উচিত জনগণের দাবি আমলে নিয়ে অবিলম্বে তাকে অপসারণ করা।