
চাঁদের দক্ষিণ মেরুতে লুকিয়ে থাকা রহস্য উন্মোচন করেছেন বিজ্ঞানীরাছবি: রয়টার্স।
প্রযুক্তি ডেস্ক।
কয়েক দশক ধরে চাঁদের দক্ষিণ মেরু আমাদের সৌরজগতের সবচেয়ে রহস্যময় স্থান হিসেবে আলোচিত। নতুন এক গবেষণায় এই অঞ্চলের বিশাল আইটকেন অববাহিকা তৈরির রহস্য উন্মোচিত হয়েছে। এতদিন ধারণা করা হতো, দক্ষিণ দিক থেকে আসা কোনো গ্রহাণুর আঘাতে এটি তৈরি হয়েছিল।
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জেফরি অ্যান্ড্রুজ-হান্নার নেতৃত্বে পরিচালিত নতুন গবেষণায় বলা হয়েছে:
- গ্রহাণুর আঘাত: আইটকেন অববাহিকা উত্তর দিক থেকে আসা একটি গ্রহাণুর আঘাতে তৈরি হয়েছে। গ্রহাণুটির এই আঘাত চাঁদের অভ্যন্তরের গভীর ম্যাগমা মহাসাগর পর্যন্ত পৌঁছে গিয়েছিল।
- চাঁদের ইতিহাস: এই নতুন তথ্য চাঁদের প্রারম্ভিক ইতিহাস সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দিচ্ছে। এই অববাহিকা চাঁদের প্রায় এক-চতুর্থাংশ জুড়ে রয়েছে এবং চাঁদ গঠনের প্রাথমিক সময়কার অনেক তথ্য ধারণ করে।
- আকৃতিগত প্রমাণ: গবেষকদের তথ্যমতে, আইটকেন অববাহিকা দক্ষিণ দিকে বেশ সরু, যা অ্যাভোকাডোর মতো কাঠামো তৈরি করেছে। এটি প্রমাণ করে যে গ্রহাণুটি উত্তর দিক থেকে এসে আড়াআড়িভাবে আঘাত হেনেছিল।
এই আঘাতে ম্যাগমা মহাসাগরের গভীর স্তর পর্যন্ত খাদ তৈরি হয় এবং রেডিওঅ্যাকটিভ উপাদান অসমভাবে ছড়িয়ে পড়ে বলে বিজ্ঞানীরা মনে করছেন।
