
গৌরীপুর প্রতিনিধি:
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ আইনজীবী আব্দুস সুবাহান সুলতান জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এবং তাঁর সঙ্গে আরও কয়েকজন আইনজীবী জামায়াতে যোগ দিয়েছেন।বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ মহানগরীর নতুন বাজারে এক সেমিনার চলাকালে এই যোগদান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল ময়মনসিংহ বার ইউনিটের আয়োজনে ‘পিআর পদ্ধতিতে নির্বাচন’ শীর্ষক এই সেমিনার চলছিল। জ্যেষ্ঠ আইনজীবী আব্দুস সুবাহান সুলতান ছাড়াও জামায়াতে যোগ দেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট শামিম হাসান এবং অ্যাডভোকেট মিজানুর রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন ল’ইয়ার্স কাউন্সিল ময়মনসিংহ ইউনিটের সভাপতি অ্যাডভোকেট এ কে এম আমানউল্লাহ বাদল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ময়মনসিংহ মহানগর আমির ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল। সেমিনারটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট সাকিন মো. শহিদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকার এটিএম সারোয়ার হোসেন এবং মহানগর জামায়াতের বায়তুল মাল সম্পাদক গোলাম মহসিন খান। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন বলেন, ‘বিষয়টি আমার ভালো করে জানা নেই। তবে যারা যোগদান করেছে বলে শুনেছি, তারা বিএনপিতে গুরুত্বপূর্ণ কোনো পদে ছিলেন না। ৫ আগস্টের পরে তারা হয়তো বিএনপিতে সুবিধা নিতে চেয়েছিলেন। ব্যক্তিগত সুবিধা না পেয়ে তারা হয়তো জামায়াতে চলে গেছেন।’