
টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক
ছবি: সংগৃহীত।
নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
গণসংযোগ শেষে ফেরার পথে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক (মোহন)। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা পরীক্ষা–নিরীক্ষা শেষে আজ সোমবার রাত আটটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
প্রবীণ এই রাজনীতিক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
মৃত্যুর বিবরণ
দেলদুয়ার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ জানান:
- হামিদুল হক আজ বিকেলে দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নে স্থানীয় বিএনপি আয়োজিত ৩১ দফা সংস্কার প্রস্তাব নিয়ে আয়োজিত সভায় বক্তব্য দেন।
- সভা শেষ করে নেতা-কর্মীদের সঙ্গে টাঙ্গাইল শহরের উদ্দেশে রওনা হওয়ার কিছু দূর যাওয়ার পর তিনি অসুস্থ বোধ করেন।
- তাঁকে অচেতন অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ব্যক্তিজীবনে হামিদুল হক ভাষাসৈনিক আবদুল মতিনের (ভাষা–মতিন) ভগ্নিপতি। তাঁর বড় ছেলে মিল্টন হক জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে তাঁর বাবার দাফন সম্পন্ন হবে।