
বার্সা তারকা রাফিনিয়া।
খেলা ডেস্ক।
এল ক্লাসিকো’র ঠিক আগে বার্সেলোনা তারকা রাফিনিয়াকে নিয়ে দুঃসংবাদ পেল ক্লাবটি। অনুশীলনে অস্বস্তিবোধ করায় এই ব্রাজিলিয়ান উইঙ্গার রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি খেলতে পারছেন না।
- আগের চোট: গত ২৫ সেপ্টেম্বর রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান রাফিনিয়া।
- ফিরেও হতাশা: চোট সারিয়ে গত বৃহস্পতিবার তিনি বার্সার অনুশীলনে ফিরলেও, গতকাল শুক্রবার অনুশীলনে অস্বস্তিবোধ করায় আর সেশনে অংশ নিতে পারেননি।
সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, রাফিনিয়াকে প্রায় আরও এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে। ২৮ বছর বয়সী এই উইঙ্গারের সেরে উঠতে এমনিতেই প্রত্যাশার চেয়ে বেশি সময় লেগেছে। ইএসপিএন জানিয়েছে, নভেম্বরের আন্তর্জাতিক বিরতির আগে তাঁকে মাঠে না দেখার সম্ভাবনাই বেশি।ত
