১৬১টি প্রতিষ্ঠানের ৩৫০০ শিক্ষার্থী ৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়

মোহাম্মদ উল্যা
নোয়াখালী জেলা প্রতিনিধি
কোম্পানীগঞ্জ কিন্ডার গার্টেন এসোসিয়েশন-এর উদ্যোগে শনিবার (২৫ অক্টোবর) উপজেলার ৩টি কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা গ্রহণ করা হয়।
পরীক্ষা কেন্দ্রগুলো ছিল— মাকসুদা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বসুরহাট আব্দুল হালিম সরকারি উচ্চ বিদ্যালয় ও কোম্পানীগঞ্জ সরকারি কলেজ (সরকারি মুজিব কলেজ)।
পরীক্ষার তথ্য ও ব্যবস্থাপনা
প্রথম থেকে দশম শ্রেণির মোট ১৬১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার ৫০০ জন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে।
এসোসিয়েশন-এর সভাপতি হলেন ক্রিকেট স্কুল এন্ড কলেজ-এর অধ্যক্ষ আবু নাছের এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইমাম উদ্দিন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন ক্যাপটেন শেখ মাসুদ।
পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন মাকসুদাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন। কেন্দ্র সচিব ছিলেন এসোসিয়েশন-এর সাংগঠনিক সম্পাদক ও শান্তির হাট একাডেমির প্রধান শিক্ষক দিদার হোসেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন এবং পৌর বায়তুলমাল সম্পাদক জিল্লুর রহমান।
