সাবেক ইউপি সদস্যের পুত্র, ব্যক্তিগত জীবনে বিনয়ী ও পরোপকারী হিসেবে পরিচিত ছিলেন

কেন্দুয়া প্রতিনিধি
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৭ নং মাসকা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা তাঁতি দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কির্ত্তনখলা গ্রামের বাসিন্দা মরহুম মো. মজিবুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় মাসকা ইউনিয়নের সেনের বাজার এলাকায় মরহুমের নামাজে জানাজা সম্পন্ন হয়। মো. মজিবুর রহমান গত ২৫ অক্টোবর দিবাগত রাতে মৃত্যুবরণ করেন।
জানাজায় উপস্থিতি
মরহুমের নামাজে জানাজায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ এলাকার অসংখ্য গণ্যমান্য মুসল্লী উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন:
- উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. হাবিবুর রহমান মুসলিম
- সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন আহ্মেদ খোকন
- তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সালাহ উদ্দিন সালাম
- কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মো. খোকন আহমেদ ডিলার
- সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন খান
- উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মো. হারুনুর রশিদ ফারুকী
- মাসকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু বকর ছিদ্দিক
- কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. লাইমুন হোসেন ভূঞাসহ অন্যরা।
পারিবারিক পরিচয়
মরহুম মো. মজিবুর রহমানের পিতা মরহুম কালা মিয়া ৭ নং মাসকা ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক ইউপি সদস্য, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ছিলেন।
বিএসএস ডিগ্রিধারী মো. মজিবুর রহমান ব্যক্তিগত জীবনে বিনয়ী ও পরোপকারী হিসেবে পরিচিত ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি ব্যবসায়ও নিয়োজিত ছিলেন এবং গত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
