
নিজেদের পাতা ফাঁদেই পড়েছে বাংলাদেশশামসুল হক।
ক্রিড়া প্রতিবেদক, ঢাকা।
কালো উইকেট’—বাংলাদেশ ক্রিকেটে গত কয়েক দিনে সবচেয়ে আলোচিত কথা। ওয়েস্ট ইন্ডিজের জন্যই এমন উইকেটে স্পিনের ফাঁদ পেতেছিল বাংলাদেশ দল। কিন্তু দ্বিতীয় ওয়ানডের পর উল্টো প্রশ্ন উঠতে শুরু করেছে, বাংলাদেশ নিজেদের পাতা ফাঁদেই পড়ল না তো!
গতকাল দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা সৌম্য সরকার অবশ্য এমন কিছু নাকচ করে দিয়েছেন। কিন্তু মাঠের ক্রিকেটে তাঁর কথার প্রতিফলন ছিল না। উইকেটের ‘ভাষা’ পড়ে যে কৌশলটা ওয়েস্ট ইন্ডিজ সাজিয়েছে, সুপার ওভারে ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়ে তাতে তারা সফলও হয়েছে।
প্রথম ওয়ানডেতে হেরে দুশ্চিন্তায় পড়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ তড়িঘড়ি করে উড়িয়ে এনেছিল আকিল হোসেনকে। গত পরশু রাতে ঢাকায় নেমে এই বাঁহাতি স্পিনার গতকাল দুপুরে ম্যাচ খেলে সুপার ওভারে দুর্দান্ত বোলিং করে ওয়েস্ট ইন্ডিজকে জেতান। ৬ বলে ১১ রান করতে নামা বাংলাদেশকে ৯ রানেই আটকে দেন আকিল।