
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বন্ধ হয়ে গিয়েছিল আমদানি পণ্য খালাস। গতকাল নতুন করে বিমানবন্দরের ৯ নম্বর ফটক দিয়ে এ পণ্য খালাস শুরু হয়ছবি।
নুরুল আমিন, ঢাকা।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে আগুনের খবর বিমানবন্দরের নিজস্ব অগ্নিনির্বাপণ দল দ্রুতই পেয়েছিল। তবে অগোছালোভাবে রাখা পণ্যের স্তূপের কারণে তারা আগুনের উৎসের কাছে গিয়ে নেভানোর সুযোগ পায়নি। দূর থেকে পানি ছিটিয়েও লাভ হয়নি।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিজস্ব ফায়ার স্টেশনের একাধিক কর্মীর সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে।
গত শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে (পণ্য রাখার স্থান) আগুন লাগে। এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। তবে প্রাথমিক হিসাবে ব্যবসায়ীরা প্রায় ৩০০ কোটি টাকার পণ্য ও কাঁচামাল পুড়ে যাওয়ার দাবি করছেন।