
ঢাকা প্রতিনিধি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো শাখায় লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডটি সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে। তবে আগুন লাগার প্রায় ২৮ ঘণ্টা পরও সেখানে সাদা ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
রোববার (১৯ অক্টোবর) বিকেল ৪টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুন নির্বাপণের ঘোষণা দেয়। তবে সন্ধ্যা সোয়া ৬টায়ও আমদানি কার্গো শাখা থেকে সাদা ধোঁয়া উঠতে দেখা যায়।
ধোঁয়া ওঠার কারণ ও ভবনের ঝুঁকি
এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফিন্সের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, “আগুন সম্পূর্ণ নির্বাপণ হলেও যেহেতু এখানে স্টিল স্ট্রাকচার রয়েছে, এগুলো হিট অ্যাবজর্ব করেছে এবং এখনো হিট রিলিজ করছে। এ ছাড়া কিছু দাহ্য পদার্থ রয়ে গেছে, এজন্য কিছুটা ধোঁয়া দেখা যাচ্ছে। তবে ভয়ের কোনো কারণ নেই।”
তিনি আরও জানান, ধোঁয়া সম্পূর্ণ দূর না হওয়া পর্যন্ত ৪টি ইউনিট ঘটনাস্থলে অবস্থান করবে।
আগুন লাগা ভবনটির ঝুঁকির বিষয়ে এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম চৌধুরী বলেন, “এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। কারণ এখানে টেম্পারেচার অনেক হাই ছিল। প্রায় ২৪ ঘণ্টা ধরে এখানে আগুন জ্বলেছে। আমরা ভেতরে দেখেছি, বেশ কিছু ফাটল ধরেছে, কলামেও ফাটল ধরেছে।” তিনি আশা করেন, ভবন কর্তৃপক্ষ দ্রুত জরিপ করে ভবনের ঝুঁকির মাত্রা নির্ণয় করবে।
যেভাবে শুরু হয়েছিল অগ্নিকাণ্ড
এর আগে শনিবার (১৮ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিকভাবে আগুন লাগে। খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে। মোট ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দেওয়া হয়।