
২০২৬ সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে প্রণীত প্রশ্নপত্রে নিয়মিত পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে।ফাইল ছবি।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে:
যারা পরীক্ষা দিতে পারবে
- ফেল করা পরীক্ষার্থী: ২০২৫ সালের পরীক্ষায় এক থেকে চার বিষয়ে ফেল করা পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
- অংশ না নেওয়া পরীক্ষার্থী: ২০২২-২৩ এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থী যারা ২০২৪ ও ২০২৫ সালে পরীক্ষায় অংশগ্রহণ করেনি, তারা স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৬ সালের পরীক্ষায় অংশ নিতে পারবে।
