নিজস্ব প্রতিবেদক,ঢাকা

(উপরে বাঁ থেকে) নাহিদ ইসলাম ও আখতার হোসেন, (নিচে বাঁ থেকে) সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।ছবি: কোলাজ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের পছন্দের আসনগুলোর বেশির ভাগেই প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং দুই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের পছন্দের আসনেও বিএনপি প্রার্থী দেওয়ায়, দল দুটির মধ্যে আসন সমঝোতা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
গতকাল সোমবার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন।
এনসিপি নেতাদের পছন্দের আসন ও বিএনপির প্রার্থী
এনসিপি নেতারা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে নির্বাচন করতে চান। তাঁদের পছন্দের আসনগুলোর বর্তমান অবস্থা নিম্নরূপ:
| এনসিপি নেতার নাম | পছন্দের আসন | আসনে বিএনপির অবস্থান |
| নাহিদ ইসলাম (আহ্বায়ক) | ঢাকা-১১ | বিএনপি প্রার্থী দিয়েছে |
| আখতার হোসেন (সদস্যসচিব) | রংপুর–৪ | বিএনপি প্রার্থী দিয়েছে |
| নাসীরুদ্দীন পাটওয়ারী (মুখ্য সমন্বয়ক) | ঢাকা–১৮ অথবা চাঁদপুর–৫ | বিএনপি প্রার্থী দিয়েছে |
| সারজিস আলম (উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক) | পঞ্চগড়–১ | বিএনপি প্রার্থী দিয়েছে |
| হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক) | কুমিল্লা–৪ | বিএনপি প্রার্থী দিয়েছে |
| আবদুল হান্নান মাসউদ (জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক) | নোয়াখালী–৬ | বিএনপি প্রার্থী দিয়েছে |
ঘোষিত তালিকায় এনসিপির আলোচিত এসব নেতার আসনের মধ্যে ঢাকা–৯ ও ঢাকা–১৮ আসন ছাড়া সব কটিতেই বিএনপি প্রার্থী দিয়েছে। যে দুটি আসন ফাঁকা রাখা হয়েছে, সেগুলো এনসিপির প্রার্থীদের জন্য কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
ছাত্র উপদেষ্টাদের সম্ভাবনা
এনসিপি সূত্র বলছে, ছাত্র প্রতিনিধি হিসেবে বর্তমান অন্তর্বর্তী সরকারে থাকা তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন করতে পারেন।
- আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া: বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে সরকার থেকে পদত্যাগ করে ঢাকা–১০ আসনে নির্বাচন করতে পারেন।
- মাহফুজ আলম: বিএনপির সঙ্গে বোঝাপড়া হলে তিনি লক্ষ্মীপুর–১ আসন থেকে নির্বাচন করতে পারেন।
উল্লেখ্য, বিএনপি ঢাকা–১০ ও লক্ষ্মীপুর-১ আসন ফাঁকা রেখেছে।
এনসিপি’র অবস্থান
জানতে চাইলে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন প্রথম আলোকে বলেন, “জাতীয় স্বার্থে অবস্থানগত ঐক্য হলে ফ্যাসিবাদবিরোধী যেকোনো দলের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা হতে পারে। তবে এসব বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।” তিনি জানান, এনসিপি শিগগিরই তাদের প্রার্থী তালিকা তৈরি করে প্রকাশ করবে।
