জুলাই সনদ অধ্যাপক ইউনূসকে জারি করতে হবে; আওয়ামী লীগ প্রশ্নে ঐক্যের আহ্বান

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম৷ বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আজ রোববার।ছবি:
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই সনদ, জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া সংস্কার বাস্তবায়নের সুপারিশ ইস্যুতে বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি অবস্থান নিয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি মন্তব্য করেন, “এক দল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে।”
আজ রোববার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপি’র অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিএনপি-জামায়াত দ্বন্দ্ব ও সংস্কার
নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি ঐকমত্য কমিশনের শুরু থেকেই মৌলিক বিষয়গুলোতে ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে বিরোধিতা করার চেষ্টা করেছে। অন্যদিকে, জামায়াতের কার্যক্রমে মনে হচ্ছে, নির্বাচনকে পেছানোর কোনো দুরভিসন্ধি তাদের আছে কি না।
তিনি গণভোটের সময় নিয়ে বিএনপি-জামায়াতের দ্বন্দ্বকে অযথা ও অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেন। উচ্চকক্ষে পিআর, দুই কক্ষে পিআর-এর দাবি এনে মূল ইস্যুকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন।
জুলাই সনদ ও অধ্যাপক ইউনূস
এনসিপি ফেব্রুয়ারিতে যথাসময়ে নির্বাচন এবং জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন চায় বলে উল্লেখ করেন নাহিদ। তিনি জোর দিয়ে বলেন:
“জুলাই সনদ অবশ্যই এবং অবশ্যই অধ্যাপক ইউনূসকে জারি করতে হবে।”
তিনি মন্তব্য করেন, জুলাই সনদ যদি তথাকথিত রাষ্ট্রপতির কার্যালয় থেকে জারি হয়, তাহলে এই সনদের কোনো আইনি ও রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না।
আওয়ামী লীগ প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান
নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে, রাজনৈতিক অনৈক্য তত তৈরি হবে। তবে আওয়ামী লীগ প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, নির্বাচনকে ভণ্ডুল করার সব ধরনের ষড়যন্ত্র আওয়ামী লীগের পক্ষ থেকে করা হবে। আওয়ামী লীগ বিভিন্ন দলে অনুপ্রবেশ করে নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র যাতে করতে না পারে, সে জন্য সব দলকে সতর্ক থাকার আহ্বান জানান নাহিদ।
তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের উদ্যোগকে সমর্থন জানিয়ে বলেন, “আমরা মনে করি, এই যে গণহত্যা, এটা আসলে দল হিসেবে আওয়ামী লীগ অপরাধ করেছে; কেবল ব্যক্তি হিসেবে শেখ হাসিনা নয়।”
এনসিপি নির্বাচনে যাচ্ছে
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তাঁর দল আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে এবং ৩০০ আসন ধরে এগোচ্ছে। তিনি বলেন, যদি সংস্কারের পক্ষে কেউ না থাকে, তাহলে তাদের সঙ্গে এনসিপি’র জোটে যাওয়া সম্ভব নয়। তিনি জানান, এনসিপির নির্বাচনী কার্যক্রম থেকে দূরে রাখতেই নির্বাচন কমিশন দলটির প্রতীক নিয়ে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে।
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, ভারত যদি বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চায়, তাহলে অবশ্যই তাদের আওয়ামী লীগের চোখে বাংলাদেশকে দেখার নীতি থেকে সরে আসতে হবে এবং জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে।
