
সুপার ওভারে বাংলাদেশের হয়ে ব্যাটিং শুরু করেন সাইফ হাসান ও সৌম্য সরকার।
ক্রিড়া প্রতিবেদক।
কালো মাটির উইকেট’, দ্বিতীয় ওয়ানডের সুপার ওভার এবং মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে সামনে আসছে একটার পর একটা বিতর্ক। এসব বিতর্কের কারণ হিসেবে জাতীয় দলের সাবেক চার অধিনায়কের দৃষ্টিতে ধরা পড়েছে চিন্তার ঘাটতি ও ভুল সিদ্ধান্ত।
জাতীয় দলের সাবেক দুই অধিনায়কের বক্তব্য তুলে ধরা হলো:
চাই ভারসাম্যপূর্ণ উইকেট: রকিবুল হাসান
জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান মনে করেন, ঘরে মাঠে নিজেদের শক্তি অনুযায়ী উইকেট তৈরি করা গেলেও, এবারের উইকেটে বল শুরু থেকেই অনেক বেশি টার্ন করেছে।
- নেতিবাচক পরিকল্পনা: তিনি প্রশ্ন তোলেন, দেশের বাইরে ভিন্ন উইকেটে খেলতে হবে। এমন পরিস্থিতিতে ঘরের মাঠে প্রতিপক্ষকে হারানোর জন্য এ রকম নেতিবাচক মানসিকতার উইকেট তৈরি করা উচিত নয়।
- পরামর্শ: তাঁর মতে, ভারসাম্যপূর্ণ উইকেট তৈরি করতে হবে; যেখানে নিজেদের সুবিধা থাকবে, কিন্তু উইকেট এতটা খারাপ হবে না। চতুরতার আশ্রয় নিয়ে নিজেরা ফাঁদে পড়লে কোনো লাভ নেই।

জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন
শামসুল হক।
মিরাজকে আরও সময় দিতে হবে: মিনহাজুল আবেদীন
জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন মনে করেন, সুপার ওভারে ব্যাটসম্যান নির্বাচনে টিম ম্যানেজমেন্টের ভুল সিদ্ধান্ত ছিল। সুপার ওভারে ১০ রানের লক্ষ্যও পূরণ করতে না পারা দলের ব্যর্থতা।
- অধিনায়কত্ব: মিরাজের অধিনায়কত্ব নিয়ে তিনি বলেন, “অধিনায়ক হিসেবে তাঁর পারফরম্যান্স মূল্যায়নের এখনো সময় আসেনি। আরও ৫-৬টা সিরিজ গেলে বোঝা যাবে সে আসলেই চাপ নিতে পারছে কি না।”
- অভিজ্ঞতা: তিনি মনে করেন, অনূর্ধ্ব-১৯-এ অধিনায়কত্ব করার অভিজ্ঞতা মিরাজের আছে এবং তাঁর যথেষ্ট অভিজ্ঞতাও আছে। দল না জিতলে যে চাপ আসে, তা সামলে সামনের সিরিজ কেমন খেলেন, সেটাই এখন দেখার বিষয়।