“আলো ছড়িয়ে দিতে ইমামদের নেতৃত্ব সবচেয়ে বেশি জরুরি”; ঐক্যবদ্ধ থাকার আহ্বান

মোহাম্মদ উল্যা
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর বিএনপির নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম বলেছেন, ইসলামের আলোকেই সমাজে ইতিবাচক দিকনির্দেশনা তুলে ধরা সম্ভব। “ইমাম, খতিব আমাদের তাজ, তাঁরা জ্ঞানী, প্রজ্ঞাবান এবং নেতৃত্ব প্রদানকারী।” তিনি বলেন, আপনাদের নেতৃত্বের কারণেই সমাজে আলো ছড়িয়ে পড়া সবচেয়ে বেশি নির্ভর করে, যা একজন রাজনীতিবিদের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়।
শনিবার (০১ নভেম্বর) সকাল ১০টায় বসুরহাট মেট্রো টাওয়ারে ইমাম-খতিব মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজে ঐক্য ও আলোর আহ্বান
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আলেমেদ্বীন বসুরহাট ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আব্দুল কাদের হেলালী। নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ফখরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ফখরুল ইসলাম বলেন, “আমরা রাজনৈতিক দল, একেকজন একেক আদর্শের অনুসারী। কিন্তু দেশের গণতন্ত্র, দেশের জন্য, সমাজের জন্য সর্বশেষ শেষ বেলায় দিনের শেষে আমাদেরকে সেই ঐক্যটাকে সুদৃঢ় ঐক্যের মধ্যেই রাখতে হবে। কেননা আমাদের উদ্দেশ্য এক, সুন্দর একটা বাংলাদেশ গড়া।”
তিনি ইমাম-খতিবদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ইমামরা সেই প্রজ্ঞাবান এবং জ্ঞানী ব্যক্তি, যিনি সমাজ যখন অন্ধকারে নিমজ্জিত হয়, অন্ধকার থেকে আলোর উন্মোচন করে দেন।”
সালিশ বাণিজ্য ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার চ্যালেঞ্জ
বিএনপির এই নেতা বর্তমান সময়কে ‘চ্যালেঞ্জিং’ উল্লেখ করে বলেন, নিজেদের নীতি-নৈতিকতার অবক্ষয় যেন না হয়। তিনি সালিশ বাণিজ্য, চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন।
“আমরা যতই রাষ্ট্র এবং রাজনৈতিক সংস্কার করি, যত নাগরিক উন্নয়নের কথা বলি, ইজ্জত সম্মান যদি না থাকে, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত সমাজ ব্যবস্থা চালু করতে না পারি, তাহলে আমরা পিছিয়ে যাব।”
মতবিনিময় সভা সঞ্চালন করেন যুবদল নেতা আজিজুল হক রাজু এবং অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু। মোনাজাত পরিচালনা করেন বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল হাসান বিন কাসেম।
এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হারুনুর রশীদ ভুঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু সহ বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
