
বসুন্ধরা কিংসের মাঠ কিংস অ্যারেনাবসুন্ধরা কিংস ইনস্টাগ্রাম হ্যান্ডল।
ক্রিড়া প্রতিবেদক, ঢাকা।
নিরাপত্তার কারণে দীর্ঘদিন ধরে নিজেদের দেশে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে না পারা আফগানিস্তান এবার বাংলাদেশকে ‘হোম ভেন্যু’ হিসেবে বেছে নিয়েছে। সেই সূত্রে, আফগানিস্তানের অনুরোধে সাড়া দিয়ে এই প্রথম নিরপেক্ষ ভেন্যু হিসেবে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে আফগানিস্তান–মিয়ানমার ম্যাচটি ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে।

আফগানিস্তান ফুটবল দল।
ম্যাচ ভেন্যু
- বাফুফের বিজ্ঞপ্তিতে মাঠের নাম উল্লেখ না থাকলেও সূত্র নিশ্চিত করেছে, ম্যাচটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়।
- ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ–ভারত ম্যাচ থাকায় সেখানে এই ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই।
আফগানিস্তান এর আগে এশিয়ান কাপ বাছাইপর্বে সিরিয়ার বিপক্ষে সৌদি আরবের আল-হফুফেতে এবং সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে কুয়েতের আলী আল-সালেম আল-সাবাহ স্টেডিয়ামে তাদের হোম ম্যাচ খেলেছিল।