
নির্মাণের মান ও সময়নিষ্ঠতার কারণে গ্রাহকদের আস্থায় আনোয়ার ল্যান্ডমার্ক অনন্য অবস্থান তৈরি করেছে।ছবি: আনোয়ার ল্যান্ডমার্কের সৌজন্যে
বিজ্ঞাপন বার্তা
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২১: ১০
দুই দশকের বেশি সময় ধরে আনোয়ার ল্যান্ডমার্ক শুধু ভবন নয়, গড়ে তুলছে স্বপ্নের ঠিকানা। ২০০১ সালে ঐতিহ্যবাহী আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের আবাসন শাখা হিসেবে যাত্রা শুরু করে এ প্রতিষ্ঠান, যা এখন বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে বিশ্বাস, মান ও উদ্ভাবনের এক অনন্য প্রতীক। প্রতিটি প্রকল্পে নান্দনিক নকশা, আধুনিক স্থাপত্য ও টেকসই নির্মাণের মাধ্যমে আনোয়ার ল্যান্ডমার্ক তৈরি করছে এমন এক পরিবেশ, যা শুধুই থাকার জায়গা নয়, বরং পরিপূর্ণ জীবনযাপনের কেন্দ্র।
আনোয়ার ল্যান্ডমার্ক শুধু ইটপাথরের ভবন নির্মাণ করে না, গড়ে তোলে আধুনিক ও সুন্দর জীবনযাপনের পরিবেশ। অভিজ্ঞ স্থপতি ও প্রকৌশলীদের পরিকল্পনা ও তত্ত্বাবধানে প্রতিটি প্রকল্পে থাকে নান্দনিক নকশা, টেকসই নির্মাণ ও আধুনিকতার ছোঁয়া। নিরাপদ, পরিবেশবান্ধব ও যুগোপযোগী আবাসন নিশ্চিত করাই তাদের মূল প্রতিশ্রুতি।
ঢাকার অভিজাত এলাকাগুলোতে প্রতিষ্ঠানটির নানা প্রকল্প ইতিমধ্যেই দৃষ্টি কেড়েছে। ধানমন্ডির ‘লেক সেরিন’, গুলশানের ‘হুইস্পারিং গ্রিন’, বনানীর ‘হুইসলিং উডস’ কিংবা শ্যামলীর ‘অ্যাঞ্জেলিক’—প্রতিটি আবাসন প্রকল্পে রয়েছে প্রশস্ত বসার জায়গা, আধুনিক রান্নাঘর, শিশুদের খেলার স্থান, জিমনেসিয়াম, ছাদবাগান ও কমিউনিটি স্পেস। এতে শুধু একটি বাড়ি নয়, গড়ে ওঠে পরিপূর্ণ জীবনযাপনের অভিজ্ঞতা।
নির্মাণের মান ও সময়নিষ্ঠতার কারণে গ্রাহকদের আস্থায় অনন্য অবস্থান তৈরি করেছে আনোয়ার ল্যান্ডমার্ক। সর্বোচ্চ মানসম্পন্ন নির্মাণসামগ্রী, ভূমিকম্পসহনীয় নকশা ও উন্নত নিরাপত্তাব্যবস্থা প্রতিটি প্রকল্পকে করে তুলেছে নির্ভরযোগ্য ও দীর্ঘস্থায়ী। প্রতিষ্ঠানটির ‘আইএসও ৯০০১:২০০৮’ সার্টিফিকেশন এবং রিহ্যাবের সদস্যপদ তাদের মানের প্রতি অঙ্গীকারের প্রমাণ। এ ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি অর্জন করেছে আন্তর্জাতিক স্বীকৃতি—দ্য বিজ অ্যাওয়ার্ড, গ্লোবাল ব্র্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ড ও ইন্টারন্যাশনাল কনস্ট্রাকশন অ্যাওয়ার্ড।
আনোয়ার ল্যান্ডমার্ক বিশ্বাস করে, একটি বাড়ি শুধু চার দেয়াল নয়; এটি স্বপ্ন ও নিরাপত্তার প্রতীক। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়াতেই তাদের অবিরাম প্রচেষ্টা।
তাই আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন, নিরাপদ ও টেকসই আবাসনের সন্ধান পেতে আস্থা রাখা যায় আনোয়ার ল্যান্ডমার্কের ওপর।