
নান্দাইল প্রতিনিধি :
ময়মনসিংহের দৈনিক জাহান পত্রিকার নান্দাইল উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) নান্দাইল উপজেলা শাখার সভাপতি, নান্দাইল প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক সিনিয়র সাংবাদিক এবি সিদ্দিক খসরু কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে সোমবার (৬অক্টোবর) ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে সকালে ভর্তি হন এবং ঐদিনই বিকালে মেজর জেনারেল (প্রফেসর) ডা:শহীদুল ইসলাম- এসজিপি অবঃ তত্বাবধানে কিডনিতে সফল অপারেশন সম্পন্ন হয়েছে। এদিকে সাংবাদিক খসরু’র অসুস্থতার খবরে ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরী, বিএনপি নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড.এ কে এম শামসুল ইসলাম সূর্য হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক খসরু’র সার্বক্ষনিক খোঁজ খবর নেন এবং চিকিৎসা খাতে আর্থিকভাবেও সহযোগিতা করেন। এছাড়াও নান্দাইল উপজেলা প্রশাসন, বিএনপি নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দ সহ যারা অসুস্থ সাংবাদিক খসরু’র খোঁজ খবর নিয়েছেন এবং দোয়া করেছেন সকলের প্রতি সাংবাদিক পরিবার কৃতজ্ঞতা জানিয়েছেন। বর্তমানে সাংবাদিক খসরু’র শারীরিক অবস্থা উন্নতির দিকে। পরিপূর্ন সুস্থ্যতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।