
শ্রিয়া পিলগাঁওকরের। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
প্রতিনিধি
মুম্বাই
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭: ০০
শৈশবেই সাঁতার, শাস্ত্রীয় নৃত্যসহ নানা বিদ্যা রপ্ত করেছিলেন শ্রিয়া পিলগাঁওকর। তবে বাবা শচিন পিলগাঁওকর এবং মা সুপ্রিয়া পিলগাঁওকরের পথ অনুসরণ করে শেষ পর্যন্ত অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন তিনি। শুধু অভিনয় নয়, তিনি প্রযোজনা, পরিচালনা ও লেখালেখিতেও সমান আগ্রহী। তবে, একজন অভিনেত্রী হিসেবেই তিনি সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছেন। ওটিটি প্ল্যাটফর্মে একের পর এক সাফল্যের গল্প লিখে চলেছেন এই তারকা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম নব ভারত টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রিয়া তার অভিনেত্রী হয়ে ওঠার যাত্রা, সাফল্য-সংগ্রাম এবং ব্যক্তিজীবনের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন।
অভিনয়ের পথচলা ও অভিজ্ঞতা
মারাঠি ছায়াছবি ‘একুলটি এক’ দিয়ে শ্রিয়া তার অভিনয়জীবন শুরু করেছিলেন। এরপর বলিউডে তার অভিষেক হয় শাহরুখ খানের হাত ধরে, কিং খানের ‘ফ্যান’ ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের মাধ্যমে। তিনি শুধু হিন্দি নয়, তামিল, তেলেগু, মারাঠি, এমনকি ফরাসি ছবিতেও অভিনয় করেছেন। তবে, ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমেই তিনি সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছেন। তার ঝুলিতে আছে ‘মির্জাপুর’, ‘গিলটি মাইন্ডস’, ‘দ্য ব্রোকেন নিউজ’, ‘ক্র্যাকডাউন’, ‘মান্ডালা মাডারস’-এর মতো সফল সিরিজ।

শ্রিয়া পিলগাঁওকরের। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
অভিনয়ের পথচলার অভিজ্ঞতা জানাতে গিয়ে শ্রিয়া বলেন, “অভিনেতা হয়ে বাঁচতে হলে মানসিকভাবে অনেক শক্তিশালী হতে হয়। অনেকে মনে করেন, আমাদের জীবনে কোনো সমস্যা নেই। কারণ, আমরা গ্ল্যামার আর খ্যাতির মধ্যে থাকি। কিন্তু আমরা ৯টা-৫টার চাকরি করি না। কখনো মাসের পর মাস টানা কাজ করি, আবার কখনো কোনো কাজ থাকে না। তখন বেকার হয়ে বাড়িতে বসে থাকতে হয়। সেই সময় আপনি কীভাবে নিজেকে সামলান, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” শ্রিয়া আরও জানান যে, তার বাবা একজন অভিনেতা, প্রযোজক ও পরিচালক হওয়ায় তিনি তার কাছ থেকে অনেক কিছু শিখেছেন।
রোমান্টিক চরিত্রে অভিনয়ের আক্ষেপ
শ্রিয়া পিলগাঁওকর ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরতে ভালোবাসেন। তবে তার একটি আক্ষেপ আছে। তিনি এখনো পর্দায় পুরোদস্তুর রোমান্টিক চরিত্রে অভিনয়ের সুযোগ পাননি। এ বিষয়ে তিনি বলেন, “আমি চাই রোমান্টিক ছবিতে অভিনয় করতে। তবে সামনের দিনগুলোতে যদি এ ধরনের প্রস্তাব না আসে, আমি নিজেই একটি প্রেমের গল্প লিখব। চেষ্টা তো করব আগে, জানি না কী হবে।” (https://tinyurl.com/bdd4dhr3)
শ্রিয়া পিলগাঁওকরের ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক হলো: