
অনশনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা; ১৮ অক্টোবর ২০২৫ছবি।
নিজস্ব প্রতিবেদক ঢাকা।
তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রতি সংহতি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন-সহ দলটির একটি প্রতিনিধিদল। আজ শনিবার রাত সাড়ে আটটার দিকে এনসিপির এই দলটি শহীদ মিনারে যায়।
এনসিপি’র অভিযোগ
এনসিপি সদস্যসচিব আখতার হোসেন বলেন, আন্দোলনরত শিক্ষকদের প্রতি সরকারের আন্তরিকতার অভাব দেখছেন তাঁরা। তিনি বলেন:
“কেউ কেউ প্রকল্প নেয়, লুটপাট করে টাকা বিদেশে পাচার করে আর আমার শিক্ষকেরা বাড়িভাড়া দিতে পারে না, চিকিৎসা ভাতা পায় না। এই বাংলাদেশ আমরা আর দেখতে চাই না।”
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, “আমরা দেখলাম, একটা যৌক্তিক বিষয়ে রাষ্ট্রকে নড়ানো কত কঠিন।”
শিক্ষকদের আন্দোলন
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম তিন হাজার টাকা) বাড়াভাড়াসহ তিন দফা দাবিতে গত ১২ অক্টোবর থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। কর্মসূচির অংশ হিসেবে তাঁরা বর্তমানে অনশন করছেন।
অনশনরত শিক্ষকদের দুজন অসুস্থ হয়ে পড়লে এনসিপির একটি চিকিৎসক প্রতিনিধিদল তাঁদের খোঁজখবর নেয়।