
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দরে সিএনজিচালিত অটোরিকশার পেছনে ঝুলে থাকা এক যুবককে ছুরিকাঘাতের চেষ্টার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছেছবি: ভিডিও থেকে সংগৃহীত।
প্রতিনিধি, নারায়নগঞ্জ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দরে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনে ঝুলে থাকা এক যুবককে ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, পেছনে ঝুলে থাকা ব্যক্তি অটোরিকশাটির চালক, আর ভেতরের দুজন তাঁর গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করছিলেন।
ভাইরাল হওয়া ভিডিওর বিবরণ
- দৃশ্য: ভিডিওতে দেখা যায়, চলন্ত অটোরিকশার পেছনের বাম্পারে দাঁড়িয়ে এক যুবক গাড়ির ছাদের প্লাস্টিকের কাভার ধরে আছেন। ভেতরে থাকা দুই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাঁকে বারবার আঘাত করছেন ও ফেলে দেওয়ার চেষ্টা করছেন। তবুও যুবকটি প্রাণপণ চেষ্টা করছেন গাড়ির দখল ধরে রাখতে।
- সময় ও স্থান: ২৩ অক্টোবর দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে বন্দর উপজেলার মদনপুর এলাকায় ঘটনাটি ঘটেছে বলে বাসের যাত্রী নাজির উদ্দিন শাহ তাঁর ফেসবুক আইডিতে দাবি করেছেন।
পুলিশের তৎপরতা
- তদন্ত শুরু: নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী নিশ্চিত করেছেন, তাঁরা ভাইরাল হওয়া ভিডিওটি দেখেছেন। যদিও কেউ অভিযোগ করেনি, তবু ঘটনাস্থল শনাক্ত ও প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে।
- প্রাথমিক ধারণা: পুলিশের প্রাথমিক ধারণা, ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার সময় চালক গাড়ির পেছনে ঝাঁপিয়ে পড়েন। একপর্যায়ে তারা ব্যর্থ হয়ে চালককে একটি মুঠোফোন ফেরত দিয়েছিল।
পুলিশ মদনপুর সিএনজি অটোরিকশা স্ট্যান্ড ও আশপাশের এলাকায় অভিযান চালালেও এখন পর্যন্ত ছিনতাইকারী চক্র বা অটোরিকশার সন্ধান মেলেনি।
