পলাতক রুহুল আমিনকে সিলেটে ইমিগ্রেশন পুলিশ ধরে চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর করেছে

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম
চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা এবং ৫৭টি মামলার আসামি মো. রুহুল আমিনকে (৫৫) দেশের একটি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় পাঁচ বছর ধরে দুবাইয়ে পালিয়ে থাকার পর, গ্রেপ্তার এড়াতে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে ফেরার সময় পুলিশ তাঁকে আটক করে।
গতকাল শনিবার (১ নভেম্বর) বিকেল ৪টার দিকে বিমানবন্দরে নিয়োজিত ইমিগ্রেশন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে চট্টগ্রামের পটিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করে। আজ রোববার (২ নভেম্বর) সকালে তাঁকে আদালতের মাধ্যমে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
চেক প্রতারণা ও সাজাপ্রাপ্ত আসামি
গ্রেপ্তার হওয়া মোহাম্মদ রুহুল আমিনের বাড়ি পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল গ্রামে। চট্টগ্রাম নগরের চাক্তাইয়ে ফিশারিঘাটে তাঁর মাছের আড়ত ছিল।
পুলিশ জানায়, রুহুল আমিনের বিরুদ্ধে হওয়া মামলাগুলোর বেশির ভাগই চেক প্রতারণার অভিযোগে করা। এর মধ্যে ১০টি মামলায় তাঁর সাজা হয়েছে এবং বাকিগুলো বিচারাধীন। বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি সাজা ও গ্রেপ্তার এড়াতে দুবাইয়ে পালিয়ে যান। পাঁচ বছর পর তিনি গোপনে সিলেট হয়ে দেশে ফিরছিলেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান আজ দুপুরে প্রথম আলোকে বলেন, “পটিয়া থানার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার রুহুল আমিনকে গতকাল রাতেই সিলেট থেকে পটিয়ায় নিয়ে আসা হয়। এরপর আজ সকালে তাঁকে পটিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
