
হংকংয়ে সাগরে পড়ে দুই টুকরা হয়ে গেছে কার্গো উড়োজাহাজটি
ছবি: রয়টার্স।
বিবিসি
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়েছে। এই ঘটনায় দুজন নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি ছিল এমিরেটসের ফ্লাইট ইকে৯৭৮৮ (বোয়িং ৭৪৭-৪৮১ মডেলের যাত্রীবাহী উড়োজাহাজ যা কার্গোয় রূপান্তরিত)। এটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে হংকং পৌঁছায়।
দুর্ঘটনার বিবরণ
- দুর্ঘটনার সময়: স্থানীয় সময় আজ সোমবার দিবাগত রাত ৩টা ৫০ মিনিটের দিকে।
- ঘটনা: উত্তর দিকের রানওয়েতে নামার সময় উড়োজাহাজটির সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগে।
- হতাহত: হংকংয়ের সিভিল এভিয়েশন বিভাগ জানায়, এ সময় বিমানবন্দরের দুজন কর্মী সাগরে পড়ে যান। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে তাঁরা মারা যান।
- ক্রু: দুর্ঘটনার সময় কার্গো উড়োজাহাজটিতে থাকা চারজন ক্রু অক্ষত আছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোয় প্রকাশিত ছবিতে দেখা গেছে, আছড়ে পড়া উড়োজাহাজটি মাঝবরাবর ভেঙে দুই টুকরা হয়ে গেছে। ঘটনা নিয়ে আজ স্থানীয় সময় সকাল ১০টায় বিমানবন্দর কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে।