
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিফাইল ছবি: রয়টার্স।
রয়টার্স।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারত সরকারের কাছে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার দাবি জানিয়েছেন। ট্রাম্প সতর্ক করেছেন, যদি ভারত তা না করে, তাহলে তাদের ‘বিপুল’ শুল্ক দেওয়া থেকে নিস্তার নেই।
ট্রাম্পের দাবি ও ভারতের প্রতিক্রিয়া
- ট্রাম্পের দাবি: মার্কিন প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছি। তিনি বলেন, রুশ তেল কেনার বিষয়টি আর থাকবে না।“
- ভারতের প্রতিক্রিয়া: ভারতের পক্ষ থেকে বলা হয়, মোদি ও ট্রাম্পের মধ্যে এ ধরনের কথোপকথন সম্পর্কে তারা অবগত নয়। এর জবাবে ট্রাম্প বলেন, তারা যদি রুশ তেল কেনা বন্ধ না করে, তাহলে বিপুল হারে শুল্ক দিতে হবে।
ট্রাম্পের অভিযোগ, ভারত রাশিয়ার তেল কিনে ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে। ভারতের পণ্যে ট্রাম্প যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, তার অর্ধেকই এই তেল কেনার শাস্তি।
তেল আমদানির বর্তমান অবস্থা
- ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার পর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া ছাড় দিয়ে তেল বিক্রি শুরু করে। সমুদ্রপথে রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা হয়ে ওঠে ভারত।
- কেপলারের হিসাব অনুযায়ী, ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ার পর রাশিয়া রপ্তানি বাড়িয়েছে। ফলে চলতি মাসে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি ২০ শতাংশ বেড়ে দৈনিক ১৯ লাখ ব্যারেলে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
- যদিও হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন ভারত রুশ তেল কেনা অর্ধেকে নামিয়ে এনেছে, তবে ভারতীয় সূত্রগুলো বলছে, তাৎক্ষণিকভাবে আমদানিতে কোনো কমতি দেখা যায়নি।