
ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনোফাইল ছবি: এএফপি।
এএফপি কারাকাস।
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘গোপন অভিযান’ থেকে নিজেদের উপকূল রক্ষায় সামরিক মহড়া চালাচ্ছে ভেনেজুয়েলা। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়তে থাকার মধ্যে গতকাল শনিবার ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো এ কথা বলেন।
- আঞ্চলিক উত্তেজনা: ক্যারিবীয় অঞ্চলে কথিত মাদক পাচারকারী নৌযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানের জেরে আঞ্চলিক উত্তেজনা ক্রমাগত বাড়ছে। মাদকবাহী নৌযানে মার্কিন হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন।
- যুক্তরাষ্ট্রের পদক্ষেপ: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন ক্যারিবীয় অঞ্চলে বিমানবাহী রণতরি মোতায়েনের নির্দেশ দিয়েছে। এর এক দিন পরই পাদ্রিনোর কাছ থেকে সামরিক মহড়ার বিষয়ে ঘোষণা এল।
